পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়ের একদিন পরেই নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - বামনগোলা থানা

বিয়ের পরদিনই নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার বামনগোলায় ৷ সংশ্লিষ্ট ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Mar 3, 2021, 11:07 PM IST

মালদা, ৩ মার্চ: বিয়ের একদিন পরেই নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বামনগোলায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল হাসপাতালে পাঠানো হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।

মৃত নব বধূর নাম কণিকা দাস (19)। বাড়ি অসমের হুজাইয়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বামনগোলার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সাপমারী এলাকার বিপ্লব দাসের সঙ্গে বিয়ে হয়েছিল কণিকার। আজ পরিবারের লোকজন ওই যুবতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মোদিপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতার শ্বশুর মধুসূদন দাস বলেন, “চলতি মাসের 1 তারিখে ছেলের বিয়ে দিয়েছিলাম। পরের দিনই বউমার ঝুলন্ত দেহ দেখতে পাই। কি কারণে বউমা এমন ঘটনা ঘটাল বুঝতে পারছি না।” মেয়ের বাবা চন্দন দাস বলেন, “দুদিন আগেই মেয়ের বিয়ে দিয়েছিলাম। দেখাশোনা করেই মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল। পরদিনই মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি মেয়েকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মেয়েকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে মেয়ে এই কাজ করল বুঝে উঠতে পারছি না। আজ মেয়ের ময়নাতদন্ত করা হচ্ছে।”

আরও পড়ুন:34 নং জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু দম্পতির

বামনগোলা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details