মালদা, 12 এপ্রিল : কাফসিরাপ পাচার করতে গিয়ে BSF-র গুলিতে মৃত্যু হল এক দুষ্কৃতীর। ঘটনাটি কালিয়াচকের চকমাইলপুর সীমান্ত এলাকার। মৃত যুবকের নাম হারুন মিঞা(২২)। বাড়ি কালিয়াচকের চকমাইলপুরের বামুনপাড়া গ্রামে।
কাফসিরাপ পাচারের সময় BSF-র গুলিতে নিহত যুবক - smuggler dead
কাফসিরাপ পাচার করতে গিয়ে BSF-র গুলিতে মৃত্যু হল এক দুষ্কৃতীর। মৃত যুবকের নাম হারুন মিঞা(২২)।
BSF সূত্রে জানা গেছে, গতরাতে বাংলাদেশ সীমান্তে কাফসিরাপ পাচারের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। সীমান্তে টহলরত BSF জওয়ানরা দুষ্কৃতীদের ধাওয়া করেন। তখন হাঁসুয়া সহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। পালটা গুলি চালান জওয়ানরা। গুলিতে গুরুতর আহত হয় হারুন। বাকি দুষ্কৃতীরা কাফসিরাপ নিয়ে পালিয়ে যায়।
হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় হারুনের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে কালিয়াচক থানার পুলিশ।