মালদা, 15 মার্চ : বাংলাদেশে পাচারের আগেই ইয়াবা ট্যাবলেট-সহ এক ভারতীয় পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। উদ্ধার হওয়া মাদক-সহ ধৃতকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ ৷
বিএসএফের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, তাদের নিজস্ব ইনটেলিজেন্সের তথ্য অনুযায়ী কালিয়াচকের সুখনগরপুর ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়। রবিবার রাতে কর্তব্যরত জওয়ানরা সীমান্ত এলাকা থেকে একটি মোটরবাইক ও ইয়াবা ট্যাবলেট-সহ এক ভারতীয় পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করেন ৷ ধৃত ব্যক্তির হেপাজত থেকে 30টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় ৷ উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 15 হাজার টাকা ৷ জিজ্ঞাসাবাদে ধৃত ব্য়ক্তি নিজের নাম হালিম শেখ বলে জানিয়েছে ৷