পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কড়া প্রশাসন, হরিশ্চন্দ্রপুরের গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার 7 - harischandrapur

হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় গণপিটুনির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷

mass

By

Published : Sep 20, 2019, 10:01 PM IST

Updated : Sep 20, 2019, 11:43 PM IST

মালদা , 20 সেপ্টেম্বর : গণপিটুনির ঘটনা রুখতে আবারও কড়া পদক্ষেপ নিল পুলিশ-প্রশাসন ৷ গতকালের গণপিটুনির ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে সাতজনকে গ্রেপ্তার করল হরিশচন্দ্র থানার পুলিশ৷

হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায় ভিনরাজ্য থেকে চারজন বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ ও তাবিজ বিক্রি করছিল । স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়, ওই চার ব্যক্তি সন্ন্যাসী সেজে ছেলে পাচার করতে এসেছে । নিমেষের মধ্যেই তা ছড়িয়ে পড়ে এলাকায় । স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই চার ব্যক্তিকে বিবস্ত্র করে মারধর করতে থাকে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । অভিযোগ, সেই সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে নামানো হয় RAF । এরপর ওই চার ব্যক্তিকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । গণপিটুনির ঘটনার ভিডিয়ো দেখে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয় ৷

দেখুন ভিডিয়ো

হরিশ্চন্দ্রপুর থানার IC সঞ্জয়কুমার দাস জানান, " গতকালের গণপিটুনির ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে আপাতত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে । এখনও দোষীদের শনাক্ত করার কাজ চলছে । ধৃতদের বিরুদ্ধে IPC 143/342/324/323/353/186/332/427/307/34 ধারায় মামলা রুজু করে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে । গণপিটুনির মতো ঘটনা রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ৷"

Last Updated : Sep 20, 2019, 11:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details