মালদা, 13 জুন : দুই নার্সের পর এবার মালদা মেডিকেলে কর্মরত 26 বছরের এক নিরাপত্তাকর্মীর শরীরে কোরোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ বর্তমানে ওই কর্মী মেডিকেলের লেডিজ় হস্টেলে কর্মরত ছিলেন৷ তাঁর বাড়ি মালদা শহরের বালুচর এলাকায়৷ আজ মেডিকেলের তরফে রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়৷ পৌরসভার পক্ষ থেকে তড়িঘড়ি ওই এলাকা স্যানিটাইজ় করা হয়৷
ওই কর্মী ফোনে বলেন, “আমি দীর্ঘদিন ধরেই মালদা মেডিকেলে নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করছি৷ এর আগে ব্লাড ব্যাঙ্ক, মাতৃ-মা সহ বিভিন্ন জায়গায় ডিউটি করেছি৷ সম্প্রতি আমার ডিউটি পড়েছিল লেডিজ় হস্টেলে৷ কয়েকদিন আগে একটু জ্বর হয়৷ সেকথা জানানো হলে কর্তৃপক্ষের নির্দেশে লালারস পরীক্ষা করাই৷ মঙ্গলবার থেকে আমি বাড়িতেই রয়েছি৷ আজ রিপোর্ট আসলে জানা যায়, আমি কোরোনা সংক্রামিত৷ সাম্প্রতিক সময়ে আমি কোথাও যাইনি৷ কোথা থেকে সংক্রমণ আমার শরীরে ছড়াল বুঝতে পারছি না৷”