মালদা, ১০ মার্চ : নিজের সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক RPF সাব ইন্সপেক্টর। নাম গুড্ডুকুমার শর্মা (৩৭)। গতরাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর RPF ব্যারাকে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গুড্ডুর বাড়ি বিহারের পটনার বার-পাণ্ডারে। তিনি কর্মসূত্রে হরিশ্চন্দ্রপুর RPF ব্যারাকে থাকেন। কুমেদপুর আউনপোস্টে কর্তব্যরত ছিলেন।
সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী RPF সাব ইন্সপেক্টর
নিজের সার্ভিস রিভলভার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক RPF সাব ইন্সপেক্টর।
RPF সাব ইন্সপেক্টর গুড্ডুকুমার শর্মা
গুড্ডুর স্ত্রী রঞ্জু বলেন, "গতরাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি ফিরে জামাকাপড় না ছেড়েই মোবাইল ব্যবহার করতে শুরু করে। হঠাৎই কিছুক্ষণ পরে গুলির শব্দ শুনতে পাই। পাশের ঘরে গিয়ে দেখি আমার স্বামী নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। কখনও কোনও সমস্যার কথা বলেনি।"
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানায়, মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।