পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Medical : মালদা মেডিক্যালে চালু হচ্ছে অত্যাধুনিক জরুরি বিভাগ

আগামী কয়েক দিনের মধ্যেই মালদা মেডিক্যালে নতুনভাবে তৈরি হচ্ছে জরুরি বিভাগ (renovated emergency department in Malda Medical) ৷ সেখানে থাকছে ভেন্টিলেশনের ব্যবস্থা ৷ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ওই জরুরি বিভাগে রোগীদের প্রাথমিক চিকিৎসা করা হবে।

Malda news
মালদা মেডিক্যালে নতুনভাবে তৈরি হচ্ছে জরুরি বিভাগ

By

Published : Apr 5, 2022, 1:14 PM IST

Updated : Apr 5, 2022, 1:41 PM IST

মালদা, 5 এপ্রিল : নতুন ও অত্যাধুনিক জরুরি বিভাগ খোলা হচ্ছে মালদা মেডিক্যালে (renovated emergency department in Malda Medical) । সেখানে থাকছে ভেন্টিলেশনের ব্যবস্থাও। আগামী কয়েকদিনের মধ্যেই সেই জরুরি বিভাগ চালু হয়ে যাবে। তবে পুরোনো জরুরি বিভাগও একইসঙ্গে চালু থাকবে। একথা জানিয়েছেন মালদা মেডিক্যালের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার।

মালদা মেডিক্যালের পুরোনো সার্জারি বিভাগের পাশে তৈরি হচ্ছে এই নতুন জরুরি বিভাগ । অত্যাধুনিক এই বিভাগে উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ওই জরুরি বিভাগে রোগীদের প্রাথমিক চিকিৎসা করা হবে। সেখানে পাঁচটি বেড থাকবে। প্রথমে রোগীদের সেই বেডেই রাখা হবে। বেডগুলিতে থাকবে অক্সিজেন-সহ অন্যান্য ব্যবস্থা। ভেন্টিলেশনের সুবিধাও রাখা হবে এখানে।

মেডিক্যালের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার পুরঞ্জয় সাহা বলেন, "খুব দ্রুত নতুন জরুরি বিভাগ হস্তান্তর হয়ে যাবে। তারপরেই আমরা সেটি চালু করে দেব। এই জরুরি বিভাগে অত্যাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা থাকছে। থাকছে ভেন্টিলেটশনও। আমরা এই জরুরি বিভাগ হাতে পেলেই কাজ চালু করে দেব। সেখানে ভেন্টিলেশন সাপোর্ট-সহ পাঁচটি বেড থাকবে।" তিনি আরও বলেন, "মুমূর্ষু কোনও রোগী এলে প্রথমে তাঁকে জরুরি বিভাগের বেডে প্রাথমিক চিকিৎসা শুরু করা হবে। পরে তাঁকে ইনডোরে পাঠানো হবে। ইতিমধ্যে ট্রমা কেয়ার ইউনিটে আমরা সার্জিক্যাল বিভাগ সরিয়ে এনেছি। এটা মাল্টি ডিসিপ্লিনারি ট্রমা কেয়ার ইউনিট। তাই বিভিন্ন বিভাগ সেখানে স্থানান্তরিত করা হয়েছে।"

আগামী কয়েকদিনের মধ্যেই সেই জরুরি বিভাগ চালু হয়ে যাবে

আরও পড়ুন :ন্যায্যমূল্যে চিকিৎসা পরিষেবা চালু করতে চলেছে স্টুডেন্ট হেলথ হোম

বর্তমানে নিউরো সার্জারির বিভাগ চালু হয়েছে মালদা মেডিক্যালে। ইতিমধ্যে চিকিৎসকদের রিসিভিং সেন্টার করা হয়েছে। তার পাশাপাশি পুরোনো জরুরি বিভাগটিও চালু থাকবে। সেখানে কোনও মুমূর্ষু রোগী এলে প্রয়োজনে তাঁকে অ্যাম্বুলেন্সে করে নতুন জরুরি বিভাগে নিয়ে আসা হবে।"

Last Updated : Apr 5, 2022, 1:41 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details