মালদা, 12 সেপ্টেম্বর: ভাঙন দুর্গত এলাকায় গিয়ে ফের রাজ্য সরকারের উদ্দেশে তোপ দাগলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ৷ ফের তিনি দাবি করলেন, ভাঙন রোধে রাজ্যের তরফে কেন্দ্রকে কোনও পরিকল্পনা পাঠানো হয়নি ৷ গত 2 সেপ্টেম্বর থেকে সোমবার পর্যন্ত এ ব্যাপারে তাঁকে কোনও তথ্য দিতে পারেননি রাজ্যের সেচ দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারিও ৷ তাঁর কথায়, রাজ্য সরকার ভাঙন নিয়ে শুধুই রাজনীতি করছে ৷
আজ সাংসদ জানিয়েছেন, কান্তটোলা গ্রামের অন্তত দেড়শো পরিবার অন্যত্র সরে গিয়েছেন ৷ 20-30টি বাড়ি গঙ্গায় তলিয়ে গিয়েছে ৷ মানুষজন আতঙ্কে রয়েছে ৷ এই মানুষদের পুনর্বাসন দেওয়া রাজ্যের দায়িত্ব ৷ তাছাড়া এই এলাকাগুলি রাজ্য সরকারের অধীনেই পড়ে ৷ রাজ্যের তরফে একবারের জন্যও চিঠি দিয়ে কেন্দ্রকে জানানো হয়নি, নিজেদের দায়িত্বে থাকা এলাকায় গঙ্গার ভাঙন রুখতে তারা অপারগ ৷ এই কাজে যে কেন্দ্রের আর্থিক সাহায্য প্রয়োজন, সেটাও তারা জানাননি ৷
খগেন মুর্মু বেলন, "এই বিষয়টি আমি বারংবার লোকসভায় তুলেছি ৷ লিখিত ও মৌখিক আর্জি জানিয়েছি ৷ কিন্তু রাজ্যের তরফে কোনও আবেদন না যাওয়ায় কেন্দ্র সেই কাজ করতে পারছে না ৷ এ নিয়ে সমরবাবুর সঙ্গে আমার কথা হয় ৷ তাঁর কাছে রাজ্যের সেচ দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারির ফোন নম্বর নিয়েছি ৷ 2 সেপ্টেম্বর থেকে তাঁর সঙ্গে কথা বলছি ৷ তাঁর কাছ থেকে শুধু কেন্দ্রকে পাঠানো রাজ্যের আবাদনের চিঠির কপি চাইছি ৷ বাকি কাজ কেন্দ্র করবে ৷ কিন্তু গতকাল পর্যন্ত তিনি কোনও তথ্য দিতে পারছেন না ৷ আসলে গঙ্গার ভাঙন নিয়ে রাজ্য সরকার শুধু রাজনীতিই করে যেতে চায় ৷ ভাঙন রোধ করতে চায় না ৷"
আরও পড়ুন: গঙ্গার গ্রাস থেকে মাত্র 300 মিটার দূরে দাঁড়িয়ে কাটাহা দিয়ারা হাইস্কুল!
সম্প্রতি গঙ্গা ভাঙনে বিধ্বস্ত রতুয়া 1 নম্বর ব্লকের কান্তটোলা গ্রাম ৷ গোটা গ্রামে এখন আর কোনও বাড়ি আস্ত নেই ৷ কিছু বাড়ি তলিয়ে গিয়েছে গঙ্গায় ৷ সময় থাকতে বাকি বাড়িগুলি ভেঙে ফেলেছেন গ্রামবাসীরাই ৷ ক'দিন আগেই ওই গ্রামে গিয়ে মানুষের রোষের মুখে পড়েন এলাকার বিধায়ক সমর মুখোপাধ্যায় ৷ গ্রামবাসীদের হাতে ঘেরাও হয়ে যান মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বকসি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ-সহ তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধিরা ৷ মঙ্গলবার সেই গ্রামেই যান উত্তর মালদার বিজেপি সাংসদ ৷ তাঁকে দেখে ভিড় করেন দুর্গত মানুষজন ৷ কয়েকজন মহিলা তাঁর কাছে কান্নায় ভেঙে পড়েন ৷ প্রত্যেকেই সাংসদের কাছে দাবি করেন, গঙ্গা বেঁধে দিতে হবে, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে ৷