মালদা, ২৩ এপ্রিল : বুথে চলছিল ছাপ্পা । কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে সরানো হল রতুয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাহারালের 117 নম্বর বুথের প্রিজ়াইডিং অফিসারকে । জানা গেছে, কংগ্রেসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই বুথের প্রিজ়াইডিং অফিসারকে দায়িত্ব থেকে সরানো হয় । প্রসঙ্গত ভোটগ্রহণ শুরু হলেও EVM বিভ্রাটের জেরে এই বুথে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল ।
রতুয়ায় ছাপ্পা ভোট, অভিযুক্ত তৃণমূল; সরানো হল প্রিজ়াইডিং অফিসারকে - epic
ছাপ্পা ভোট নিয়ে কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে সরানো হল রতুয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাহারালের 117 নম্বর বুথের প্রিজ়াইডিং অফিসারকে ।
সরানো হল প্রিজ়াইডিং অফিসারকে
পরে অভিযোগ ওঠে, ওই বুথে ভোটারদের EPIC কার্ড কেড়ে নিচ্ছিল এক দুষ্কৃতী । সে নিজেই সেই EPIC ব্যবহার করে ছাপ্পা ভোট দিচ্ছিল । এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাধন রায় ।
তিনি বলেন, "ওই বুথে এই কাণ্ড ঘটাচ্ছিল এলাকার তৃণমূল নেতা মহম্মদ ইয়াসিনের এক ভাই । আমাদের অভিযোগ করার পরেই সেখানে ব্যবস্থা নেয় কমিশন । সরিয়ে দেওয়া হয় ওই বুথের প্রিজ়াইডিং অফিসারকে ।
Last Updated : Apr 23, 2019, 10:34 AM IST