পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খগেনকে নিয়ে BJP-তে ক্ষোভ, মালদায় অপ্রীতিকর ফ্লেক্স

আজ সকালে গাজোলের বামনগোলা মোড় ও কোতুবাড়ি মোড়ে খগেনবাবুর বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য সহ একাধিক ফ্লেক্স নজরে এসেছে। এই ফ্লেক্সগুলিতে লেখা "জমি মাফিয়া, বহুপত্নীক খগেন মুর্মুকে BJP প্রার্থী হিসেবে মানছি না, মানব না।"

সেই অপ্রীতিকর ফ্লেক্স

By

Published : Mar 17, 2019, 7:15 PM IST

মালদা, ১৭ মার্চ : হবিবপুরের বিধায়ক খগেন মুর্মু BJP-তে যোগ দিয়েছেন। BJP-তে যোগ দেওয়ার পরই রাজনৈতিক মহলের একাংশ তাঁকে উত্তর মালদার BJP প্রার্থী হিসেবে তুলে ধরছে। কিন্তু জেলা BJP-র একটি অংশ খগেনবাবুকে তাদের দলের প্রার্থী হিসেবে মানতে চাইছেন না। আজ সকালে গাজোলের বামনগোলা মোড় ও কোতুবাড়ি মোড়ে খগেনবাবুর বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য সহ একাধিক ফ্লেক্স নজরে এসেছে। এই ফ্লেক্সগুলিতে লেখা "জমি মাফিয়া, বহুপত্নীক খগেন মুর্মুকে BJP প্রার্থী হিসেবে মানছি না, মানব না।" ফ্লেক্সগুলির নিচে লেখা "সৌজন্যে উত্তর মালদা লোকসভা BJP কর্মী"।

BJP-র মালদা জেলা সভাপতি সঞ্জিত মিশ্রকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "খগেন মুর্মুর BJP-তে যোগদানের পর বিভিন্ন জায়গা থেকে ক্ষোভের কথা আমাদের কাছে আসছে। গতকাল এই নিয়ে গাজোলে ফ্লেক্স লাগানো হয়েছে। আমরা এই বিষয়টি অনুমোদন করি না। তবে মনে হচ্ছে BJP সমর্থকরাই এই ফ্লেক্স লাগিয়েছে। কারা এই কাজ করেছে সেই বিষয়ে খোঁজ নিতে শুরু করেছি। পশ্চিমবঙ্গের মানুষ BJP-কে ভালোবাসে। মানুষের মধ্যে BJP-কে নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। খগেন মুর্মুর উপর BJP কর্মীদের ক্ষোভ থাকতে পারে। আমরা কর্মীদের বোঝানোর চেষ্টা করছি। খগেনবাবু আগে যে পার্টিতে ছিলেন সেই পার্টির নীতিতে কাজ করেছেন। এখন আমাদের দলে এসেছেন। আমাদের দলের নীতি সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন। কিছু কর্মী বিষয়টি বুঝতে চাইছে না, তাদের বোঝানোর চেষ্টা করছি।"

সঞ্জিতবাবু আরও বলেন, "প্রার্থী হিসেবে খগেনবাবুর নাম এখনও ঘোষণা করা হয়নি। খগেনবাবু BJP-তে যোগদান করেছেন। তিনি এখনও বিধায়ক। তিনি তিনবারের MLA। তাঁর কিছু জনসমর্থন আছে জেনেই রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে দলে নিয়েছেন। কর্মীদের মধ্যে কিছু ক্ষোভ আছে সেগুলো মেটাতে করতে হবে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details