পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাকাতির ছক ভেস্তে দিল মালদা পুলিশ, অস্ত্র-সহ গ্রেফতার 6

পাইপগান ও লঙ্কার গুঁড়ো নিয়ে ডাকাতির ছক (Robbery Attempt) ছিল এক দল দুষ্কৃতীর ৷ তবে গোপন সূত্রে খবর পেয়ে, সেখানে হানা দিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দিল মালদার (Malda) মোথাবাড়ি থানার পুলিশ ৷

police stopped robbery attempt at malda, 6 arrested
পাইপ গান, লঙ্কার গুঁড়ো নিয়ে ডাকাতির ছক বানচাল করল মালদা পুলিশ

By

Published : Jul 4, 2021, 7:27 PM IST

মালদা, 4 জুলাই:গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক (Robbery Attempt) বানচাল করল মোথাবাড়ি থানার পুলিশ । এই ঘটনায় আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু ধারালো অস্ত্র-সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের আজ মালদা (Malda) জেলা আদালতে তোলা হয় ।

মোথাবাড়ি থানার পুলিশের কাছে খবর ছিল, দুষ্কৃতীরা ভগবতীপুরের কালুয়াটোলা এলাকায় ডাকাতির ছক কষেছে । সেই তথ্যের ভিত্তিতে ভোররাতে পুলিশের একটি দল ওই এলাকায় হানা দেয় । কালুয়াটোলার একটি নির্জন স্থানে 10-11 জন ব্যক্তিকে জমায়েত করে থাকতে দেখেন পুলিশকর্মীরা । পুলিশকে ঘটনাস্থলে দেখেই পালানোর চেষ্টা করে তারা । তাদের ধাওয়া করে 6 জনকে ধরে ফেলেন পুলিশ কর্মীরা ।

আরও পড়ুন:করোনা আবহে বাজার মন্দা, নিউ নর্ম্যালে স্ট্র্যাটেজি বদল প্রকাশকদের

তাদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, দুটি ধারালো হাঁসুয়া, একটি লোহার শাবল, একটি লোহার রড ও দুটি শুকনো লঙ্কার গুঁড়োর প্যাকেট । গ্রেফতার করা হয় ওই ব্যক্তিদের । ধৃতদের নাম রাকিউল ইসলাম (25), রাজিকুল মোমিন (28), সাদিকুল মোমিন (26), আয়ুব মোমিন (29), সারুফ শেখ (24) ও আরব শেখ (32)। ধৃতরা সবাই মোথাবাড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা ।

আরও পড়ুন:কোভিডে 77.8 শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন, রুখতে পারে ডেল্টা প্রজাতিও

মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, তথ্যের ভিত্তিতে হানা দিয়ে পাইপগান ও বেশ কিছু ধারালো অস্ত্র-সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে । জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, তারা ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েত করেছিল । বন্দুক দেখিয়ে, চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে তাদের ডাকাতির ছক ছিল । ধৃতদের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে তাদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details