পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিয়াচকে 30টি চোরাই মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার 2

একটি মোটরবাইক আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 30টি চোরাই মোবাইল ফোন । গ্রেপ্তার করা হয় দুই যুবককে ।

smuggling
smuggling

By

Published : Aug 21, 2020, 7:00 PM IST

মালদা, 21 অগাস্ট : গোপন সূত্রে খবর পেয়ে 30টি চোরাই মোবাইল ফোনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল গোলাপগঞ্জ থানার পুলিশ । ধৃতদের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে তোলা হয় ।

গতরাতে গোলাপগঞ্জ থানার পুলিশের একটি দল কালিয়াচক স্ট্যান্ডে হানা দেয় । গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী একটি মোটরবাইক আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 30টি চোরাই মোবাইল ফোন । গ্রেপ্তার করা হয় দুই যুবককে । ধৃতদের নাম সাবির শেখ (25) ও লালন শেখ (22) ।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃত দু'জনই কালিয়াচকের বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 379/411/413/414 ধারায় মামলা রুজু হয়েছে । ওই চোরাই মোবাইল ফোনগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদন করে আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details