মালদা, 27 ফেব্রুয়ারি : পাইপ গান, কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতের নাম লক্ষ্মীকান্ত মণ্ডল ৷ বয়স 24 বছর ৷
পুলিশ সূত্রে খবর, ধৃত লক্ষ্মীকান্ত মণ্ডল বেদরাবাদের ধুলৌরি এলাকার বাসিন্দা ৷ তাঁর বাড়িতে অস্ত্র লুকোনো রয়েছে বলে খবর পায় পুলিশ ৷ সেই মোতাবেক চালানো হয় অভিযান ৷ লক্ষ্মীকান্ত মণ্ডলের বাড়িতে হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশ।