পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার

বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, সোমবার রাতে তাঁদের কাছে জালনোট পাচারের খবর আসে ৷ তথ্যের ভিত্তিতে হানা দিয়ে লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার করা হয়েছে ৷

police_arrested_one_person_with_fake_currency
মালদায় লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার

By

Published : Oct 20, 2020, 8:11 PM IST

মালদা, ২০ অক্টোবর : পুজোর মুখে এবার জালনোট উদ্ধার হল মালদায় ৷ 1 লাখ 28 হাজার টাকার জালনোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ ৷ ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হলে পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

মালদার লালপুর ঘাট সংলগ্ন দাউদমোড় এলাকায় হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিশের একটি দল ৷ সেখান থেকে এক ব্যক্তিকে আটক করে তারা ৷ তল্লাশি চালাতেই উদ্ধার হয় 1 লাখ 28 হাজার টাকার জালনোট ৷ তখনই গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে ৷

বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, সোমবার রাতে তাদের কাছে জালনোট পাচারের খবর আসে ৷ তথ্যের ভিত্তিতে হানা দিয়ে লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি দুহাজার টাকার ৷

এই ঘটনায় ধৃত মতিউর শেখের কাছ থেকে একটি মোটর সাইকেলও বাজেয়াপ্ত করছে পুলিশ ৷ ধৃত মতিউর জালনোটগুলি কোথায় পেল এবং কোথায় সেগুলি নিয়ে যাচ্ছিল ? তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা জানতে জেরা শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details