মালদা, 20 ফেব্রুয়ারি: বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হল মালদায়। শুক্রবার রাতে 3 হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। ধৃত মাদক পাচারকারীর নাম হামিদুল শেখ ৷
খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচক থানার এসআই-র নেতৃত্বে পুলিশের একটি দল সিলামপুর 2নং গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড় এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী কালিয়াচকের চৌরঙ্গি থেকে আসা একটি মোটরবাইক আটক করে পুলিশ ৷ ওই বাইক চালকের তল্লাশি চালাতেই উদ্ধার হয় মাদক ইয়াবা ট্যাবলেট। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই মাদক পাচারকারীকে। তার কাছে উদ্ধার হওয়া প্যাকেটে প্রায় 3 হাজার ইয়াবা ট্যাবলেট রয়েছে ৷