পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় 4 চুরি যাওয়া টোটো সহ 2 পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ - চোরাই টোটো পাচার

মালদা চোরাই টোটো পাচারচক্রের দু’জনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে মোট 4 টি টোটো পাওয়া গিয়েছে ৷ তাদের কাছে চুরি করা আরও বেশ কয়েকটি টোটো রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ ৷

police-arrest-2-trafficker-with-4-toto-in-englishbazar-malda
মালদায় 4 চুরি যাওয়া টোটো সহ 2 পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ

By

Published : Jun 8, 2021, 5:13 PM IST

মালদা, 8 জুন : চোরাই টোটো পাচারচক্রের হদিশ মিলল মালদায় । চারটি চোরাই টোটো সহ এই চক্রে জড়িত দু’জনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে, ইংরেজবাজার থানার পুলিশের একটি দল সাদা পোশাকে মিলকির আটগামা এলাকায় হানা দেয় । সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, দু’জনকে সেখানে আটক করে পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি চোরাই টোটো । পরে তাদের থানায় নিয়ে গিয়ে গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন : চালককে অচৈতন্য করে টোটো নিয়ে চম্পটের অভিযোগ কান্দিতে

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, ধৃত দুই চোরাকারবারির পরিচয় জানা গিয়েছে ৷ একজনের নাম শেখ জাহাঙ্গির, বয়স 45 বছর ৷ আরেকজন মিঠুন মোমিন, বয়স 30 বছর ৷ ধৃতরা মিল্কির আটগামা এলাকার বাসিন্দা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা এই চোরাকারবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত । ধৃতদের কাছে আরও চোরাই টোটো রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে । এই চক্র আরও অনেকে জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ ৷ সে সম্পর্কে জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details