পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Illegal Parking in Malda : ফুটপাথ দখল করে চলছে বেআইনি পার্কিং, দুর্ঘটনা রোধে অভিযানে পুলিশ ও পৌরসভা

ফুটপাথ দখল করে চলছে ব্য়বসা ৷ প্রায় সবটাই চলে গিয়েছে অবৈধ পার্কিংয়ের হাতে (Illegal Parking in Malda) ৷ ফুটপাথ দখলমুক্ত করতে একজোটে অভিযান শুরু করল পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানা ।

Malda Illegal Parking News
ফুটপাথ দখল করে চলছে বেআইনি পার্কিং

By

Published : May 10, 2022, 9:17 PM IST

মালদা, 10 মে : ফুটপাথ বলে আর কোনও অস্তিত্ব নেই । সবটা চলে গিয়েছে ব্যবসায়ী আর অবৈধ পার্কিংয়ের হাতে । এদিকে ফুটপাথ না থাকায় জাতীয় সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন পথচারীরা (Pedestrians facing problem in Malda)। তাতে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা । এবার ফুটপাথ দখলমুক্ত করতে একজোটে অভিযান শুরু করল পুরাতন মালদা পৌরসভা ও মালদা থানা । একই সঙ্গে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধেও শুরু হয়েছে অভিযান । আজ পুরাতন মালদার 12 নম্বর জাতীয় সড়কের দু'ধার-সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে । নেতৃত্বে ছিলেন পৌরসভার চেয়ারম্যান ও থানার আইসি ।

এ প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, "বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি জাতীয় সড়কের দু'ধার-সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির ফুটপাথ জবরদখল করে ব্যবসা চলছে । সারাদিন ব্যবসা করে ব্যবসায়ীরা ৷ আবার রাতে ফুটপাথের জবরদখল করা অংশ তালা দিয়ে চলে যাচ্ছেন । তার সঙ্গে রয়েছে বেআইনি পার্কিং । শুধু জাতীয় সড়কের ধারে থাকা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউন সংলগ্ন এলাকায় নয়, আরও অনেক রাস্তাতেই বেআইনি পার্কিং চলছে । ফুটপাথের উপর লরি-সহ নানা যানবাহন রেখে দেওয়া হচ্ছে । মানুষ ফুটপাথ দিয়ে চলতে পারছে না । তাই আজ আমরা মালদা থানা ও মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়িকে সঙ্গে নিয়ে এসবের বিরুদ্ধে অভিযানে নেমেছি । বেআইনি পার্কিং করা বেশ কিছু গাড়ির বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়েছে । আজ আমরা সবাইকে এনিয়ে বুঝিয়েছি । এরপরেও যদি ফুটপাথ দখল করে গাড়ি পার্কিং করা থাকে, তবে আমরা আরও কঠোর আইনি পদক্ষেপ নেব ।"

পুরাতন মালদায় 12 নম্বর জাতীয় সড়কের দু'পাশ দখলমুক্ত করতে অভিযান চালায় পৌরসভা এবং থানা

আরও পড়ুন :টালিগঞ্জে ফুটপাত জুড়ে বেআইনি পার্কিং, সমস্যায় পথচারীরা

মালদা থানার আইসি হীরক বিশ্বাস বলেন, "ফুটপাথ দখল হয়ে থাকায় মানুষের চলাচলে সত্যিই সমস্যা হচ্ছে । মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটছে । তাই আজ আমরা বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নেমেছি । এখনও পর্যন্ত পাঁচটি লরি আটক করেছি । প্রতিটি লরিকে ফাইন করা হবে । কিছু গাড়িকে আমরা আজ স্পট ফাইনও করেছি ।"

ABOUT THE AUTHOR

...view details