মালদা, 27 ফেব্রুয়ারি: তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যের স্বামীকে ঘিরে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের । এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । ঘটনাটি মালদার ইংরেজবাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া এলাকার (Malda News)। ভাইরাল হওয়া এই ভিডিয়োকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল । পঞ্চায়েত সদস্যের স্বামী ও ব্লক তৃণমূল সভাপতি এই নিয়ে একে অপরকে তোপ দেগেছেন । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব (Malda TMC Inner Clash)।
গত পঞ্চায়েত নির্বাচনে ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্যের পদে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন নায়না বিবি । পরে তিনি তৃণমূলে যোগদান করেন । নায়না বিবির হয়ে দলীয় সমস্ত কাজকর্ম সামলান তাঁর স্বামী নেজাম মোমিন । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মোমিনপাড়া এলাকায় পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামীর কিছু কার্যক্রম ছিল । সেই কার্যক্রমের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । সেই ভিডিয়োতে দেখা যায় গ্রামের কিছু মহিলা হাতে ঝাঁটা হাতে দাঁড়িয়ে রয়েছেন । যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।
এই প্রসঙ্গে ইংরেজবাজার ব্লক তৃণমূলের এগজিকিউটিভ মেম্বার জিয়াউল মোমিন দাবি করেন, "স্থানীয় মহিলারা পঞ্চায়েত সদস্যের স্বামীকে ঝাঁটা নিয়ে তাড়া করেছে । কারণ, গত পাঁচ বছরে পঞ্চায়েত সদস্য কোনও কাজ করেননি । অন্যান্য সংসদে কাজ হলেও এখানে কোনও কাজ হয়নি । শৌচালয় ও বাড়ি করার নামে পঞ্চায়েত সদস্যের স্বামী সাধারণ মানুষের থেকে টাকা তুলেছেন । উনি দাবি করছেন, জেলা পরিষদ সদস্য প্রতিভা সিংহ কোনও কাজ করেননি । মোমিন পাড়ার যে কোনও পরিষেবার জন্য প্রতিভা দিদিকে বলা হয়েছে উনি আমাদের সাহায্য করেছেন । পঞ্চায়েত সদস্যকে সাধারণ মানুষ জিতিয়েছিল । কিন্তু উনি মানুষের সঙ্গে গদ্দারি করেছেন । উনি বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়েছেন ।"
আরও পড়ুন :জীবিতদের দাগানো হল মৃত হিসেবে, গোপালগঞ্জে ভোটার তালিকায় বাদ বহু নাম