পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী - police

কালিয়াচক থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল এক দুষ্কৃতীকে । তার কাছ থেকে উদ্ধার হয় 2টি মাসকেট ও 3টি ওয়ান শটার ।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র

By

Published : May 12, 2019, 1:10 PM IST

মালদা, 11 মে : এক দুষ্কৃতীকে ৫টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতের নাম মালেক শেখ । বাড়ি কালিয়াচকের অনুপনগরের মোকলেশ পাড়ায় ।

গোপনসূত্রে খবর , মালেক শেখের বাড়িতে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ । তল্লাশি চালানো হয় সেখানে । তার কাছ থেকে উদ্ধার করা হয় 2টি মাসকেট সহ 3টি ওয়ান শটার । এরপরই মালেক শেখকে গ্রেফতার করা হয় । তবে তার কাছ থেকে কোনও কার্তুজ পাওয়া যায় নি ।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে ,তারা গোপনসূত্রে খবর পেয়ে মালেক শেখের বাড়িতে হানা দেয় । ধৃতকে আজ জেলা আদালতে পেশ করা হবে।

ABOUT THE AUTHOR

...view details