মালদা, 21 ডিসেম্বর: ছাগল নিয়ে বিবাদের জেরে সাতসকালে খুন বৃদ্ধ ৷ গুরুতর আহত পরিবারের আরও চারজন ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে চাঁচল 1 নম্বর ব্লকের মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোপালপুর গ্রামে ৷ এই ঘটনায় চাঁচল থানায় খুন ও মারধরের লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের সদস্যরা ৷ তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷
মৃত বৃদ্ধের নাম মহম্মদ ভুঁইনুদ্দিন ৷ বয়স 76 বছর ৷ উত্তর গোপালপুর গ্রামেরই বাসিন্দা ছিলেন তিনি ৷ জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ভুঁইনুদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী সুলতান আলিদের বিবাদ চলছে ৷ মঙ্গলবার সন্ধ্যায় ভুঁইনুদ্দিনের ছাগল সুলতান আলির বাড়িতে ঢুকে পড়ে ৷ এ নিয়ে ফের দুই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় ৷ রাতে ঝগড়া বন্ধও হয়ে যায় (Old Man Murdered in Malda) ৷
আজ সকালে ভুঁইনুদ্দিনের ছেলে বানিজুদ্দিন বাজার থেকে বাড়ি ফিরছিলেন ৷ অভিযোগ, সেই সময় রাস্তায় তাঁর উপর চড়াও হয় সুলতান আলি ও তার দলবল ৷ তারা বানিজুদ্দিনকে লোহার রড, লাঠি, বাঁশ দিয়ে মারধর করতে থাকে বলে অভিযোগ ৷ তাঁদের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে তাঁদেরও বেধড়ক মারধর করা হয় ৷ এতে বানিজুদ্দিন, তাঁর স্ত্রী ও মেয়ের মাথা ফেটে যায় ৷ মাথায় লাঠি দিয়ে মারা হয় ভুঁইনুদ্দিনকে ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মালদা মেডিক্যালে রেফার করে দেওয়া হয় ৷ মালদা নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় তাঁর (Old Man Murdered by neighbour due to quarrel) ৷ এই ঘটনায় তাঁর পরিবারের তরফে সুলতান আলি, জাহিরুদ্দিন, মাজম আলি, সাদেক আলি-সহ মোট আটজনের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷