মালদা, 6 মে : মালদা মেডিকেল কলেজে গড়ে উঠছে নার্সিং কলেজ ৷ আগেই নার্সিং স্কুল চালু করা হয়েছে । এবার আগামী শিক্ষাবর্ষ থেকে সেখানে কলেজ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শুরু হয়ে গেছে কলেজ নির্মাণের কাজ ৷ আজ ETV ভারতকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান মেডিকেলের সহকারী অধ্যক্ষ অমিত দাঁ ৷
মালদা মেডিকেলে তৈরি হচ্ছে নার্সিং কলেজ - nursing college
মালদা মেডিকেল কলেজের ভিতরেই তৈরি হচ্ছে নার্সিং কলেজ । কাজ ঠিকমতো চললে আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হবে নার্সিং কলেজ । আজ একথা জানান মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যক্ষ অমিত দাঁ ।
২০১১ সালে পথ চলা শুরু করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল ৷ জেলার প্রায় ৩৫ লাখ মানুষের বেশিরভাগই এই হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার সুযোগ নেন ৷ শুধু মালদা জেলা নয়, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বিহার, ঝাড়খণ্ড সহ বাংলাদেশ থেকেও অনেক রোগী এই হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবার সুযোগ নিয়ে থাকেন ৷ ফলে এই হাসপাতালে নার্সদের প্রয়োজনীয়তা অনেক বেশি । এখানে একটি নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে । কিন্তু সেখান থেকে উত্তীর্ণ হওয়ার পর নার্সদের উচ্চশিক্ষার জন্য জেলার বাইরে যেতে হত ৷ সেকারণেই এখানে একটি নার্সিং কলেজের প্রয়োজনীয়তা দেখা দেয় ৷ এবিষয়ে মালদা মেডিকেলের তরফে রাজ্য সরকারের কাছে সেইমতো আবেদন জানানো হয় ৷ সেই আবেদনে সাড়া দেয় রাজ্য সরকারও ৷
আজ মেডিকেলের সহকারী অধ্যক্ষ অমিত দাঁ ETV ভারতকে বলেন, "বর্তমানে এখানে একটি নার্সিং স্কুল রয়েছে ৷ এখন আমরা এখানে একটি নার্সিং কলেজ নির্মাণ করতে চলেছি ৷ তার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে ৷ ৩ বছরের কোর্সে এই কলেজে প্রতি বছর ৫০ জন শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাবেন ৷ আশা করছি, আগামী শিক্ষাবর্ষ থেকেই এই মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অধীনে BSC নার্সিং কোর্স চালু হয়ে যাবে ৷ ফলে এখান থেকেই আমরা নার্সিং স্টাফ তৈরি করে হাসপাতালে নিয়োগ করতে পারব ৷ এই মুহূর্তে এই মেডিকেল কলেজ ও হাসপাতালে নার্সিং স্টাফ প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে ৷ তাই কলেজ তৈরি হলে নার্সদের ঘাটতি অনেকটাই মেটানো যাবে । তবে, এই কলেজ নির্মাণের ক্ষেত্রে জায়গার একটু সমস্যা রয়েছে ৷ সেই সমস্যা মেটাতে আমাদের বহুতল নির্মাণ করা ছাড়া অন্য কোনও উপায় নেই ৷ নার্সিং কলেজ তৈরি করতে গেলে একইসঙ্গে মেয়েদের হস্টেল তৈরি করাও প্রয়োজন ৷ অতিরিক্ত জায়গা পেতে আমরা জেলাশাসকের সঙ্গেও আলোচনা করব ৷ মেডিকেলের পাশেই একটি জায়গা রয়েছে ৷ সেই জায়গাটি মেডিকেলের হলেও বর্তমানে অন্য একটি দপ্তরের অফিস ও কোয়ার্টার রয়েছে সেখানে ৷ এছাড়াও শহরের ফোয়ারা মোড় সংলগ্ন এলাকায় মেডিকেলের একটি বড় জায়গা রয়েছে ৷ সেইসব জায়গা আমরা হাতে পেলে সেখানে কোয়ার্টার কিংবা হস্টেল নির্মাণে আমাদের সুবিধা হবে ৷ মালদা মেডিকেলে ডাক্তারি পড়ার ক্ষেত্রেও সিট বাড়ানোর কথা চলছে ৷ সেক্ষেত্রে আরও হস্টেলের প্রয়োজন হবে ৷ তবে, আপাতত আমাদের হাতে যে জায়গা রয়েছে সেখানেই নার্সিং কলেজ তৈরির কাজ শুরু করেছি ৷ মেডিকেল চত্বরের পিছনের অংশে পুরোনো কিছু ঘর ভাঙার কাজ শুরু হয়ে গেছে ৷ সেই জায়গাতেই বহুতল গড়ে নার্সিং কলেজ, হস্টেল ও চিকিৎসকদের থাকার কোয়ার্টার নির্মাণ করা হবে ৷"