মালদা, 2 মে: কোচবিহার থেকে উত্তর দিনাজপুরের করণদিঘি ৷ তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে দলের উচ্ছৃঙ্খল ছবিটা ভালোই নজরে এসেছে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ গণভোটে অশান্তির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গিয়েছে তাঁকে ৷ হিতে বিপরীত পরিস্থিতি বুঝেই কি তিনি একের পর এক জনসভা বাতিল করছেন ? ইটাহার, গঙ্গারামপুরের পর এবার মালদা জেলাতেও চারটি জনসভা বাতিল করা হয়েছে অভিষেকের ৷
রাজনৈতিক মহল বলছে, পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদলের এই কর্মসূচি যত উত্তরবঙ্গ থেকে নীচের দিকে নামছে, ততই দলের অন্দরের হাড়-কঙ্কাল বেরিয়ে পড়ছে ৷ সম্ভবত সে কারণেই ঘাসফুল শিবিরের নিয়োগ করা সংস্থা আইপ্যাক কিংবা দলের নেতৃত্ব চাইছে, আর বেশি জনসভা না করতে ৷ তাতে ভালোর থেকে খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি ৷ তাই নমো নমো করে কয়েকটি জনসভা করেই এই কর্মসূচি শেষ করতে চাইছে শাসক শিবির ৷ যদিও মালদা জেলা তৃণমূলের সভাপতির দাবি, জনসভার বদলে রোড শো করে আরও বেশি মানুষের কাছে পৌঁছোনো যাবে ৷ সেকারণেই সভার সংখ্যা কমিয়ে আনা হয়েছে ৷
আগে বলা হয়েছিল, 3 মে গঙ্গারামপুর থেকে মালদার জেলায় প্রবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার তাঁর জনসভা করার কথা ছিল হবিবপুরের কেন্দপুকুর, গাজোলের দেওতলা এবং রতুয়ার সামসীতে৷ পরদিন তাঁর সভা হওয়ার কথা ছিল মানিকচকের এনায়েতপুর, কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি এবং কালিয়াচক 1 নম্বর ব্লকের সুজাপুরে ৷ কিন্তু মঙ্গলবার তাঁর যে চূড়ান্ত সফরসূচি এসেছে, তাতে এই জেলার চারটি জনসভাই উধাও ৷