মালদা, 4 মে : লকডাউনে ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাজ্য ফেরত শ্রমিকরা কোরোনা আক্রান্ত কিনা তা দেখার জন্য থার্মাল স্ক্রিনিং, লালারস সংগ্রহ করার ব্যবস্থাও করা হয়েছে স্টেশনেই । রাজ্যে ফিরে শ্রমিকদের থাকতে হবে 14 দিনের হোম কোয়ারেন্টাইনের ৷ গতকাল এই ব্যবস্থাগুলিকে পরিদর্শন করার সময় সামাজিক দূরত্ব অমান্য করলেন খোদ প্রশাসনিক কর্তারা ৷
সামাজিক দূরত্ব না মেনে মালদার প্রশাসনিক আধিকারিকদের স্টেশন পরিদর্শন - মালদা
কোরোনা সংক্রমণ রুখতে ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়ে সামাজিক দূরত্ব অমান্য করতে দেখা গেল প্রশাসনিক কর্তাদেরই।
আগামীকাল থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার লকডাউন। লকডাউনে ভিনরাজ্যে আটকে রয়েছেন পশ্চিমবঙ্গের বহু শ্রমিক। সেই সব শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করছে রাজ্য সরকার। রাজ্য সরকার ইতিমধ্যেই আজমের থেকে 1 হাজার 200 শ্রমিককে রাজ্যে ফেরানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। রাজস্থান সরকারের মদতে আজমেড় থেকে স্পেশাল ট্রেনে রাজ্যে ফিরছে শ্রমিকরা। ভিন রাজ্য ফেরত শ্রমিকদের কোরোনা পরীক্ষার জন্য দিনের আলোতেই ট্রেন পৌঁছোনোর জন্য রাজস্থান সরকারের কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে গতকাল সন্ধ্যেয় আজমের থেকে শ্রমিকদের নিয়ে ট্রেন রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই ট্রেন রওনা দেয়নি ৷
শ্রমিকদের জেলায় ফেরানোর ব্যবস্থা খতিয়ে দেখতে আজ মালদা টাউন স্টেশন পরিদর্শনে যান জেলাশাসক সহ জেলার প্রশাসনিক ও রেলওয়ে কর্তারা। তবে যেখানে কোরোনা সংক্রমণ রুখতে শ্রমিকদের থার্মাল স্ক্রিনিং, কোয়ারেন্টাইন নিয়ে এত ব্যবস্থা করা হচ্ছে। সেখানে জেলার প্রশাসনিক কর্তাদের মধ্যেই দেখা গেল অবহেলার ছবি। গতকাল মালদা টাউন স্টেশনে জেলাশাসক, প্রশাসনিক কর্তা ও রেলওয়ে কর্তাদের সামাজিক দূরত্ব অমান্য করেই শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা খতিয়ে দেখার ছবি ধরা পড়েছে। যদিও এবিষয়ে জেলা প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।