পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উপেক্ষিত সুকান্ত , শহর ভুলল মৃত্যুবার্ষিকী - maldah

ভোটের মরসুম । তাই আজ কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী ভুলে গেল শহর ।

কবি সুকান্তের মূ্র্তি

By

Published : May 13, 2019, 11:42 PM IST

মালদা, 13 মে : কবি সুকান্ত ভট্টাচার্যের আজ প্রয়াণদিবস । মাত্র 21 বছর বয়সে তাঁর মৃত্যু হলেও আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক । তবে এই ভোটের মরসুমে তিনি আজ বাদ পড়েছেন । এমনই এক ছবি দেখা গেল মালদা শহরে । তাঁর নামে শহরে রয়েছে একটি ব্যস্ততম মোড়ও । সেখানে রয়েছে তাঁর মূর্তি । অথচ সেই মূ্র্তিতে মালা দেওয়ার প্রয়োজন মনে করেননি কেউই ।

স্থানীয় বাসিন্দা স্বপন সাহা বলেন, সুকান্ত ভট্টাচার্য সমাজের বহু কথা নিজের লেখায় তুলে ধরেছিলেন । যা এখনও প্রাসঙ্গিক । বর্তমান যুব সমাজ এই কবি-সাহিত্যিকদের থেকে দূরে সরে যাচ্ছে । আজ মৃত্যুবার্ষিকীতে তাঁর মূর্তি পরিষ্কার করা হয়নি । প্রশাসনের পক্ষ থেকে একটি ফুলের মালাও দেওয়া হয়নি । এর সঙ্গে স্থানীয় ক্লাবদের এবিষয়ে এগিয়ে আসা উচিত ছিল ।

ETV ভারতের কাছে সব জেনে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ অবশ্য বলেন, “আমরা মহাপুরুষদের জন্মদিন সকালে পালন করি ও মৃত্যুদিন সন্ধেয় স্মরণ করি । প্রতিবছরই আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই । আজ সন্ধেয় তাঁকে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। আর মূর্তিটি প্রতিদিনই পরিষ্কার করা হয় । আজ সকালেও পরিষ্কার করা হয়েছিল । কিন্তু ওই এলাকা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে । পরিষ্কার করার পরে হয়তো সেখানে আবার ধুলো পরতে পারে । তাঁকে শ্রদ্ধা জানানোর আগে আমরা নিশ্চয় তাঁর মূর্তি পরিষ্কার করব ।”

ABOUT THE AUTHOR

...view details