পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একই দিনে নিখোঁজ গ্রামের তিন কন্যা  ! পাঁচ দিন পরেও খোঁজ না-মেলায় দুশ্চিন্তায় পরিবার - তরুণী নিখোঁজ

Three teenage girls are missing in Malda: প্রাক্তন পঞ্চায়েত সদস্যের মেয়ে-সহ নিখোঁজ গ্রামের তিন তিনজন মেয়ে ৷ মালদার ইংরেজবাজার এলাকার ঘটনা ৷ অভিভাবকদের অভিযোগের পরেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় নারী পাচার চক্রের যোগও উড়িয়ে দেওয়া দিচ্ছে মা স্থানীয় বাসিন্দারা ৷

Three teenage girls are missing in Malda
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 4:38 PM IST

Updated : Dec 16, 2023, 7:14 PM IST

মালদা, 16 ডিসেম্বর:রহস্যজনকভাবে উধাও একই গ্রামের 3 কন্যা ৷ ঘটনার পাঁচ দিন কেটে গেলেও এখনও কোনও সুরাহা করতে পারেনি পুলিশ ৷ খোঁজ মেলেনি নিখোঁজ তরুণীদের ৷ নিখোঁজদের মধ্যে একজন প্রাক্তন পঞ্চায়েত সদস্যের মেয়েও আছেন ৷ মালদার ইংরেজ বাজার থানা এলাকার এই ঘটনা চাউর হতেই আতঙ্কিত এলাকাবাসী ৷ ছেলেমেয়েদের এখন স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন তাঁরা ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত শুরু হয়েছে ৷ নিখোঁজদের খোঁজ চলছে ৷

জানা গিয়েছে, নিখোঁজ হওয়া তিনজন মেয়ের বয়স 19, 18 ও 14 বছর ৷ একজন কলেজ ছাত্রী হলেও, বাকি দু‘জন স্কুলে পড়ে বলে জানা গিয়েছে ৷ 12 ডিসেম্বর ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন 14 বছরের নিখোঁজ তরুণীর মা ৷ সেখানেই তিনি উল্লেখ করেন, "11 ডিসেম্বর সোমবার সকালে ইলেকট্রিকের বিল দিতে গিয়েছিলাম ৷ মেয়ে তখন বাড়িতেই ছিল ৷ বাড়ি ফিরে দেখি, মেয়ে নেই ৷ মেয়ের খোঁজখবর নিতে শুরু করি ৷

তখনই জানতে পারি, গ্রামের আরও দু’টি মেয়ে নিখোঁজ ৷ তাদের অভিভাবক ও আমি থানায় অভিযোগ জানাই ৷" তাঁর অভিযোগ, "আমাদের মেয়েদের অপহরণ করা হয়েছে ৷ কোনও অসাধু চক্র এই ঘটনার পিছনে রয়েছে ৷ মেয়েদের কথা চিন্তা করে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে ৷ দুশ্চিন্তায় রাতে ঘুমোতে পারছি না ৷ আমাদের গ্রামে এমন ঘটনা আগে কখনও ঘটেনি ৷ পুলিশের কাছে আমাদের আর্জি, মেয়েদের ফিরিয়ে দিন ৷"

এই প্রসঙ্গেই গ্রামের এক মহিলা বলেন, "আমাদের ঘরের মেয়েরাও স্কুলে- টিউশনি পড়তে যায় ৷ কিন্তু এই ঘটনার পর আতঙ্কে আমরা কেউ মেয়েদের কোথাও যেতে দিচ্ছি না ৷ সাহস পাচ্ছি না ৷ শুধু আমাদের গ্রামে নয়, এমন ঘটনা এর আগে গোটা এলাকায় ঘটেনি ৷ গোটা ঘটনা থানায় জানানো হলেও পুলিশ এখনও গ্রামে আসেনি ৷ গ্রাম পঞ্চায়েত সদস্য কিংবা প্রধানও আমাদের সঙ্গে কথা বলেননি ৷ আমরা এখন কীভাবে মেয়েদের উদ্ধার করব? কার উপর ভরসা করব?"

সংশ্লিষ্ট গ্রামের পঞ্চায়েতের প্রধান বলেন, "ঘটনাটি জানতে পেরেই আমি ওই গ্রামে গিয়েছিলাম ৷ ওই মেয়েদের একজনের পরিবারের সঙ্গে আমার দেখা হয়েছিল ৷ ওই মেয়েটির বয়স 14 বছর ৷ তার বাবা আমাদের পঞ্চায়েতেরই প্রাক্তন সদস্য ৷ বিষয়টি জানতে আমি থানাতেও গিয়েছি ৷ কিন্তু এখনও মেয়েদের সন্ধান মেলেনি ৷ আজও আমি পুলিশের সঙ্গে দেখা করব ৷ প্রয়োজনে পুলিশ সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে দেখা করব ৷" ইংরেজবাজার থানার পুলিশ দাবি করেছে, ওই তিনটি মেয়েকে উদ্ধারের জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷ তাদের অবস্থান চিহ্নিত করার চেষ্টাও চলছে ৷ দ্রুত উদ্ধারের আশ্বাস দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. গড়িয়ায় আত্মঘাতী ছাত্রী! পরীক্ষায় পাশ করতে না পেরে আত্মহত্যা বলে অনুমান পুলিশের
  2. একদিন নিখোঁজ থাকার পর উদ্ধার দগ্ধ দেহ, তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার দাবি স্থানীয়দের; তদন্তে পুলিশ
  3. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অস্বীকার! গ্রেফতার যুবক
Last Updated : Dec 16, 2023, 7:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details