মালদা, 21 অক্টোবর : পুজোর মুখে মালদা শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ের নাম বদলে ফেলছে ইংরেজবাজার পৌরসভা । স্টেশন রোডে থাকা শহরবাসীর পরিচিত "কানির মোড়" আগামীকাল সন্ধে থেকে পরিচিত হবে "ভবানী মোড়" নামে । আজ একথা জানিয়েছেন পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দুলাল সরকার । তাঁর কথায়, যুগের সঙ্গে তাল মিলিয়ে এই মোড়ের নাম বদলে ফেলা হচ্ছে । এ হল শহরবাসীকে পৌরসভার পুজোর উপহার।
মালদায় "কানির মোড়" পালটে হচ্ছে "ভবানী মোড়"
মালদা শহরের একটি গুরুত্বপূর্ণ মোড়ের নাম বদলের সিদ্ধান্ত পৌরসভার । আগামীকাল থেকে "কানির মোড়"-এর নাম হবে "ভবানী মোড়" । উন্মোচন করা হবে দুর্গামূর্তি ।
মালদা রেল স্টেশন থেকে শহরে ঢোকার পথে প্রথম বড় মোড়টি দীর্ঘদিন ধরে কানির মোড় নামে পরিচিত ছিল । অনেক আগে এক বৃদ্ধা এই মোড়ে তেলেভাজার দোকান করতেন । কয়েক বছর আগে তিনি মারা যান । তিনি একটি চোখে দেখতে পেতেন না । তাই এলাকার মানুষজনের মুখে মুখে মোড়টির নাম কানির মোড় হয়ে যায় । বছর দুয়েক আগে ইংরেজবাজার পৌর কর্তৃপক্ষ এই মোড়টিকে সাজিয়ে তোলে । কিন্তু তখনও মোড়ের নাম পরিবর্তন হয়নি । এবার পৌর কর্তৃপক্ষ মোড়টির নাম বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । পৌর প্রশাসনের কথায়, ওই নাম এখন অচল । তাই দু্ই লক্ষাধিক টাকায় বদলে ফেলা হয়েছে মোড়ের অবয়ব । তিন মাথার মোড়ে বসানো হয়েছে ফাইবারের তৈরি দুর্গামূর্তি । সেই মূর্তি তৈরি করেছেন জেলার অন্যতম নামি শিল্পী বিবেক দাস ।
এনিয়ে পৌরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দুলাল সরকার বলেন, "পৌরসভার 20, 23 ও 27 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলটি দীর্ঘদিন ধরে কানির মোড় নামে পরিচিত ছিল । আগে এই মোড়টির সৌন্দর্য বলতে কিছু ছিল না । বর্তমানে মালদা শহর অনেক আধুনিক হয়েছে । শহরের রূপটাই বদলে গিয়েছে । রাজ্য সরকারও প্রতিটি জায়গায় সব ধর্মের মানুষকে এক করার কাজ চালিয়ে যাচ্ছে । আধুনিক যুগে এখনও বাচ্চারা প্রশ্ন করে, কানির মোড় নাম হল কেন । এই মোড়ে একসময় এক বয়স্ক মহিলা চাটাইয়ের দোকানে তেলেভাজা বিক্রি করতেন । সেকারণেই এই মোড়ের নাম কানির মোড় হয়ে যায় ৷ এখন সেই নাম শহরের সঙ্গে মানানসই নয় । তাই আমরা এই মোড়ে একটি দুর্গামূর্তি স্থাপন করে মোড়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি । আগামীকাল সন্ধে ছটায় সেই মূর্তির উন্মোচন করা হবে । একই সঙ্গে মোড়ের নাম হবে ভবানী মোড় । এই শহরে দুর্গাবাড়ি রয়েছে, দুর্গা মোড়ও রয়েছে । তাই আমরা দেবীর 108টি নামের মধ্যে ভবানী নামটিকে বেছে নিয়েছি ।"