মালদা, 12 মে : বৈশাখ মাসের প্রায় শেষ ৷ প্রাচীন চণ্ডীমঙ্গলের বিধি অনুযায়ী এই মাসেই বাংলায় দেবী চণ্ডীর পুজোর রীতি ৷ এক্ষেত্রে মালদার জহুরাচণ্ডী শুধু বাংলা নয়, দেশ, এমনকি বিদেশেও সমাদৃত ৷ কিন্তু, সেই মন্দিরের দরজা এবার বন্ধ করে দেওয়া হল করোনার জেরে ৷ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত ৷ তাই গত 5 মে থেকে মন্দিরে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ ৷
করোনা অতিমারীর আগে প্রত্যেক বছর বৈশাখ মাসে জহুরাচণ্ডী মন্দিরে হাজির হতো লাখো ভক্ত ৷ বাংলাদেশ, ইউরোপ ও আমেরিকার দেশগুলি থেকেও অনেক মানুষকে এই মন্দিরে আসতে দেখা গিয়েছে ৷ কিন্তু, করোনার জেরে গত বছর থেকে বৈশাখ মাসে ভক্তদের সেই চেনা ভিড়ের ছবি উধাও ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জহুরাতলায় ৷ দেবী চণ্ডীর নামে এই জায়গাটিরও নাম জহুরাতলা ৷ করোনা মোকাবিলায় গত বৈশাখে প্রশাসনের তরফে জহুরাচণ্ডী মন্দিরে পুজো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ৷ বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা ৷ ফলে শুধু পূণ্যার্থীরাই নন, বঞ্চিত হয়েছিলেন অনেক অস্থায়ী ব্যবসায়ীও ৷ ফি বৈশাখে পুজোকে কেন্দ্র করে কয়েকশো বছরের প্রাচীন মন্দির চত্বর মেলার আকার নেয় ৷ পাশাপাশি আমবাগানেও বসে বহু দোকানপাট ৷ বিশেষত প্রসাদ আর খাবার দোকানেরই সংখ্যা থাকত বেশি ৷