পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mother kills child : 3 বছরের মেয়ের গলা কেটে খুন করল মা, হতবাক প্রতিবেশীরা - Saheb Ali

দুপুরে বাড়িতে ছিল মা আর মেয়ে ৷ অভিযোগ, সেই সময় মেয়েকে গলা কেটে খুন করে মা ৷ এরপর এক প্রতিবেশীর বাড়িতে দুপুরের খাবার খায় মা মনোয়ারা ৷ এবং জানায় সে জানায়, মেয়েকে খুন করেছে ৷

মেয়ে খুনের ঘটনায় ভিড় জমেছে গ্রামে
মেয়ে খুনের ঘটনায় ভিড় জমেছে গ্রামে

By

Published : Aug 11, 2021, 10:32 PM IST

মালদা, 11 অগস্ট : ভরদুপুরে 3 বছরের শিশুকন্যাকে গলা কেটে খুন । অভিযুক্ত খোদ মা । ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে তারা ৷ মাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছে পুলিশ ।

হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মোহনপুরের বাসিন্দা সাহেব আলি । সাহেব ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন । তবে লকডাউনের পর থেকে ব্লকেই দিনমজুরি করছেন । সাহেব আলির দু'টি বিয়ে । প্রথমে স্থানীয় বেগম বিবি নামের এক মহিলাকে বিয়ে করেন তিনি । তাঁদের 3 ছেলে মেয়ে । কয়েকবছর আগে বেগমের মৃত্যু পরে কুমেদপুরের মানোয়ারাকে বিয়ে করেন সাহেব । বছর তিনেক আগে মানোয়ারা একটি কন্যা সন্তানের জন্ম দেন । নাম রাখা হয় আরেফা খাতুন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজ সকালে কাজে বেরিয়ে যান সাহেব । বাড়িতে কন্যা সন্তানকে নিয়ে একা ছিলেন মানোয়ারা । অভিযোগ, দুপুরে শোওয়ার ঘরে ছুরি দিয়ে আরেফার গলা কেটে খুন করে সে । এরপর এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে প্রথমে খেতে চায় আরেফা । খাওয়ার পর প্রতিবেশীকে মেয়েকে খুনের বিষয়টি জানান মানোয়ারা নিজেই । তখন তড়িঘড়ি স্বামী সাহেব ও পুলিশকে খবরর দেওয়া হয় । খবর পেয়ে ছুটে আসেন সাহেব । ততক্ষণে আইসির নেতৃত্বে ঘটনাস্থলে এসে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।

হরিশ্চন্দ্রপুরে মেয়েকে খুনে অভিযুক্ত মা

আরও পড়ুন : Rape Allegation : ছাদ টপকে বাড়িতে ঢুকে গৃহবধূকে ‘ধর্ষণ’, তরুণীর দাবিতে খটকা

সাহেব আলি জানান, সকালে তিনি কাজে চলে গিয়েছিলেন । প্রায় দেড়টা নাগাদ তাঁকে খবর দেওয়া হয় যে তাঁর মেয়েকে ছুরি দিয়ে কেটে খুন করেছে তাঁর স্ত্রী । সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে আসেন । পারিবারিক কোনও বিবাদ ছিল না বলে জানিয়েছেন তিনি ৷ তবে এর আগেও একবার মেয়ে আরেফাকে খুনের চেষ্টা করেছিল মানোয়ারা ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "মেয়েকে নিয়ে পুকুরে ডুবে গিয়েছিল । গ্রামবাসীরা ঘটনাটি দেখতে পেয়ে দু'জনকেই জল থেকে তুলে নিয়ে আসে । আমি না থাকাকালীন মেয়ে কান্নাকাটি করলে মারধর করত । স্ত্রীর মাথার সমস্যা রয়েছে । রাঁচিতে দেখিয়ে আনার পর থেকে ওষুধ খাচ্ছিল ।"

এলাকাবাসী রেজাউল হক বলেন, "3 বছরের মেয়েকে খুন করেছে মা । স্বামী সকালে কাজে গিয়েছিল । মা-মেয়ে দুজনেই বাড়িতে ছিল । খুন করে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল মানোয়ারা । আরেক প্রতিবেশীর বাড়িতে গিয়ে মানোয়ারা খাবার চেয়ে খেয়েছে । তারপরে ওদের জানিয়েছে, সে তার মেয়েকে খুন করেছে । তখন ওই বাড়ির লোকজন এসে বিষয়টি খোঁজ নিয়ে দেখেন । এরপর পুলিশে খবর দেওয়া হয় ।"

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানিয়েছেন, অভিযোগ আসে মা তাঁর কন্যা সন্তানকে খুন করেছে । সেই অভিযোগের ভিত্তিতে মানোয়ারাকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে । ঘটনাটা একটু অন্যরকম ৷ তদন্তের পরে পুরো বিষয়টি বলা সম্ভব হবে ।

ABOUT THE AUTHOR

...view details