পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোথাবাড়িতে ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার 3 - Arms

মঙ্গলবার রাতে মোথাবাড়ি থানার পুলিশের একটি দল বাগমারা পেট্রল পাম্প এলাকায় হানা দেয়। ঘটনাস্থান থেকে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। শুরু হয় তল্লাশি। আর তাতে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পাইপগান, তাজা কার্তুজ ও কিছু ধারালো অস্ত্র । গ্রেপ্তার করা হয় তিন ব্যক্তিকে।

mothabari ps arrest three men with arms
ডাকাতির ছক বানচাল মোথাবাড়িতে, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার তিন

By

Published : Dec 30, 2020, 3:31 PM IST

মালদা, 30 ডিসেম্বর: ডাকাতির ছক বানচাল করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ । এই ঘটনায় একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও ধারালো অস্ত্র-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

মঙ্গলবার রাতে মোথাবাড়ি থানার পুলিশের একটি দল বাগমারা পেট্রল পাম্প এলাকায় হানা দেয়। ঘটনাস্থান থেকে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। শুরু হয় তল্লাশি। আর তাতে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পাইপগান, তাজা কার্তুজ ও কিছু ধারালো অস্ত্র । ফলে গ্রেপ্তার করা হয় তিন ব্যক্তিকে।

আরও পড়ুন:শালিমারে প্রোমোটার খুনের ঘটনায় গ্রেপ্তার 3

ধৃতদের নাম মুন্না শেখ, রমজান শেখ ও রেজওয়ান হোসেন। ধৃতরা মোথাবাড়ি থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, যে ধৃতদের সঙ্গে আরও 6 জনের যোগ দেওয়ার কথা ছিল। তারা সকলে ওই এলাকায় ডাকাতির ছক কষেছিল। ধৃতদের জেরা করে ওই 6 জনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তাদেরও শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে পুলিশের দাবি।

ABOUT THE AUTHOR

...view details