মালদা, 30 ডিসেম্বর: ডাকাতির ছক বানচাল করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ । এই ঘটনায় একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও ধারালো অস্ত্র-সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
মঙ্গলবার রাতে মোথাবাড়ি থানার পুলিশের একটি দল বাগমারা পেট্রল পাম্প এলাকায় হানা দেয়। ঘটনাস্থান থেকে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। শুরু হয় তল্লাশি। আর তাতে উদ্ধার হয় একটি অত্যাধুনিক পাইপগান, তাজা কার্তুজ ও কিছু ধারালো অস্ত্র । ফলে গ্রেপ্তার করা হয় তিন ব্যক্তিকে।