পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোটি টাকা তছরুপের অভিযোগ, ধৃত স্থানীয় তৃণমূল নেতা

কোটি টাকা তছরুপের অভিযোগে ধৃত স্থানীয় তৃণমূল নেতা । মালদার রতুয়ার কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান থাকাকালীন মিশন নির্মল বাংলা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা তিনি তছরুপ করেন বলে অভিযোগ । যদিও ধৃত প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে ।

ধৃত সুকেশ যাদব

By

Published : Jun 19, 2019, 5:35 PM IST

Updated : Jun 19, 2019, 5:43 PM IST

মালদা 19 জুন : সরকারি প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে ধৃত প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান । মিশন নির্মল বাংলা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের এক কোটি টাকা তছরুপের অভিযোগে রতুয়ার মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুকেশ যাদবকে গ্রেপ্তার করে পুলিশ । 10 দিনের জেল হেপাজতের আর্জি জানিয়ে আজ ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তোলা হয় । যদিও ধৃত প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের দাবি, চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে ।

অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন 2017 সালে নির্মল বাংলা মিশন প্রকল্পের এক কোটি টাকা আত্মসাৎ করেন সুকেশ । অভিযোগ পেয়ে রতুয়া 1 নম্বর ব্লকের তৎকালীন BDO অর্জুন পাল প্রশাসনিক তদন্তের নির্দেশ দেন । তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে 2017 সালের 5 নভেম্বর সুকেশ যাদবের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন BDO । তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয় । এরইমাঝে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের পরপরই সুকেশ যাদব কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন । কিন্তু দলবদল করেও নিজেকে বাঁচাতে পারেননি সুকেশ । গতকাল গভীর রাতেই তাঁকে রতুয়া থানার পুলিশ মহানন্দটোলার শ্যামগোপটোলা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে । জানা গেছে, তাঁর বিরুদ্ধে ভারতীয় আইনের 406, 409, 420, 506 ও 120B ধারায় মামলা রুজু করেছে ।

আর খবর পড়ুন : তৃণমূলে সবাই কয়লা, হিরেদের BJP-তে নেওয়া হচ্ছে : কৈলাস

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, "মিশন নির্মল বাংলা প্রকল্পে রতুয়া 1 নম্বর ব্লকের BDO তদন্ত সাপেক্ষে 2017 সালের নভেম্বরে সুকেশ যাদবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন । প্রায় 500 শৌচাগার নির্মাণ প্রকল্পে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ ছিল সুকেশবাবুর বিরুদ্ধে । তবে মিশন নির্মল বাংলা নয়, আরও বেশকিছু প্রকল্পে সুকেশবাবুর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ করেছিলেন BDO । তারই ভিত্তিতে গতকাল সুকেশবাবুকে গ্রেপ্তার করা হয় । "

আর খবর পড়ুন : তোলাবাজির টাকা ফেরত দিন, কর্মীদের নির্দেশ মমতার

মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর বলেন, "গতকাল রাজ্যের দুই মন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন । সেই বৈঠকে সুকেশ যাদবের আর্থিক তছরুপের বিষয়টি নিয়েও আলোচনা হয় । বর্তমানে আমাকে দলের জেলা সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে । জেলার দলীয় পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলে আমরা ঠিক করেছি, যেভাবেই হোক, দলের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে । যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের সবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তারই জেরে সুকেশ যাদবকে গ্রেপ্তার করা হয়েছে । তবে শুধু সুকেশ যাদবই নয়, দুর্নীতিতে জড়িত সবার বিরুদ্ধেই আমরা কড়া ব্যবস্থা নেওয়া হবে । দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দল কোনওভাবেই ক্ষমা করবে না । "

ভিডিয়ো শুনুন মৌসম নুরের মন্তব্য

আরও খবর পড়ুন : মমতার থেকে বড় তোলাবাজ আর কেউ নন : সুজন

এদিকে আদালতে যাওয়ার পথে সুকেশ যাদব দাবি করেন, "কোনও প্রকল্প প্রধান একা করতে পারে না । কিন্তু এক্ষেত্রে রাজনীতি করে আমাকে ফাঁসানো হয়েছে । আমাদের অঞ্চলে সঠিকভাবেই কাজ হয়েছে । তা নিয়ে তদন্তও হয়েছিল ।" গতকালই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পৌরসভার কাউন্সিলরদের নিয়ে করা বৈঠকে তোলাবাজির টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন । পাশাপাশি দুর্নীতি সঙ্গে দলীয় কর্মীরা যাতে না জড়ান সেই বার্তাও দেন ।

Last Updated : Jun 19, 2019, 5:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details