পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girls Rescued: বাড়ি থেকে পালিয়ে 4 দিন ধরে পুলিশকে ঘোল খাওয়াল অষ্টম শ্রেণির দুই ছাত্রী

বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল মালদার চাঁচলের বাসিন্দা দুই কিশোরী ৷ চারদিন পর, মঙ্গলবার রাতে তাদের সন্ধান পায় পুলিশ ৷

Etv Bharat
উদ্ধার দুই নাবালিকা

By

Published : Apr 12, 2023, 4:38 PM IST

মালদা, 12 এপ্রিল:ধন্যি মেয়ে ৷ এক নয়, দু'জন ৷ তাঁদের লুকোচুরিতে ঘোল খেল পুলিশও ৷ শেষ পর্যন্ত পুলিশই অবশ্য সফল হয়েছে ৷ ঘরের মেয়েদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ঘটনাটি মালদার চাঁচলের ৷ মঙ্গলবার রাতে ওই দুই নাবালিকার খোঁজ পায় পুলিশ ৷ জানা গিয়েছে, এই দুই বান্ধবী একই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে ৷ চাঁচল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একই পাড়ায় তাদের বাড়ি ৷

কিছুদিন ধরে দু'জনেরই বাবা-মা লক্ষ্য করেছিলেন, পড়াশোনায় মেয়েদের মন নেই ৷ সবসময় নিভৃতে গল্প আর মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করেই দিন কাটাচ্ছে তারা ৷ অভিভাবকদের ধারণা হয়েছিল, উঠতি বয়সে দুই মেয়েই বোধহয় প্রেমে পড়েছে ৷ এ ব্যাপারে নিশ্চিত না হতে পারলেও পড়াশোনায় ঢিলেমি আর মোবাইল আসক্তির জন্য দু'জনকেই বকাবকি করেন তাঁরা ৷ অভিভাবকদের এমন শাসন মেনে নিতে পারেনি ওই দুই নাবালিকা ৷

গত শুক্রবার ব্যাগে জামাকাপড় গুছিয়ে, কিছু টাকাপয়সা নিয়ে ঘর ছেড়ে পালায় দু'জনেই ৷ দুই নাবালিকার একসঙ্গে নিখোঁজ হওয়ার বিষয়টি নজরে আসতেই দু'জনের অভিভাবকরা চাঁচল থানায় তাদের নামে নিখোঁজ ডায়েরি করেন ৷ বিষয়টি জানতে পেরেই দু'জনকে উদ্ধারে নেমে পড়ে পুলিশ ৷ তখনই পুলিশের সঙ্গে লুকোচুরি শুরু করে ওই দুই কিশোরী ৷ অবশেষে মঙ্গলবার রাতে চাঁচল থেকেই তাদের খোঁজ পায় পুলিশ ৷ চাঁচল মহকুমা আদালতের নির্দেশে আজ তাদের জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে ৷ তাদের ঘরে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে ৷

কিন্তু বাড়ি থেকে পালিয়ে চারদিন পুলিশকে কীভাবে ঘোল খাইয়েছিল ওই দুই কিশোরী ? পুলিশকে তারা জানায়, শুক্রবার বাড়ি থেকে পালানোর পর তারা প্রথম চাঁচলের একটি লজে আসে ৷ ঘর ভাড়া নিতে চায় ৷ কিন্তু লজ কর্তৃপক্ষ দুই নাবালিকাকে ঘর ভাড়া দিতে রাজি হয়নি ৷ এরপর সেখান থেকে ওই দুই স্কুল ছাত্রী চলে যায় সামসি স্টেশনে ৷ ততক্ষণে রাত হয়ে যায় ৷ হঠাৎ তাদের নজরে পড়ে, বাড়ির লোকজন তাদের খুঁজতে সেখানে চলে এসেছেন ৷ সঙ্গে পুলিশও রয়েছে ৷ তা দেখেই ওই দুই কিশোরী আড়ালে লুকিয়ে পড়ে ৷ পুলিশ ও পরিবারের লোকজন সেখান থেকে চলে গেলে প্ল্যাটফর্মে রাত কাটিয়ে পরদিন তারা স্থানীয় একটি রিসর্টে চলে যায় ৷ সারাদিন সেখানে কাটায় ৷ সেখানেও তারা পুলিশ দেখে লুকিয়ে পড়েছিল ৷

আরও পড়ুন: শীতলকুচি গুলিকাণ্ডে 6 জওয়ানের আগাম জামিন মঞ্জুর

এরপর চাঁচলে ফিরে আসে ওই দুই কিশোরী ৷ একজনের বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকতে শুরু করে তারা ৷ বাড়ির মালিককে ওই দুই পড়ুয়া জানিয়েছিল, গ্রাম থেকে প্রতিদিন চাঁচলে আসা সমস্যার ৷ তাই তারা পেয়িং গেস্ট হিসাবে থাকবে ৷ বাড়ি মালিক ওই দুই কিশোরীকে থাকতেও দেন ৷ কিন্তু তিনদিন কেটে গেলেও তারা স্কুল কিংবা টিউশনে না যাওয়ায় তাঁর সন্দেহ হয় ৷ তিনি দু'জনকেই বাড়ি ফিরে যেতে বলেন ৷ অগত্যা সেখান থেকে বেরিয়ে আসে দু'জন ৷ রাতে চাঁচলে তারা যখন উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল ৷ তখনই তাদের ধরে ফেলে পুলিশ ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details