মালদা, 12 এপ্রিল:ধন্যি মেয়ে ৷ এক নয়, দু'জন ৷ তাঁদের লুকোচুরিতে ঘোল খেল পুলিশও ৷ শেষ পর্যন্ত পুলিশই অবশ্য সফল হয়েছে ৷ ঘরের মেয়েদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ঘটনাটি মালদার চাঁচলের ৷ মঙ্গলবার রাতে ওই দুই নাবালিকার খোঁজ পায় পুলিশ ৷ জানা গিয়েছে, এই দুই বান্ধবী একই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে ৷ চাঁচল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একই পাড়ায় তাদের বাড়ি ৷
কিছুদিন ধরে দু'জনেরই বাবা-মা লক্ষ্য করেছিলেন, পড়াশোনায় মেয়েদের মন নেই ৷ সবসময় নিভৃতে গল্প আর মোবাইল ফোন ঘাঁটাঘাঁটি করেই দিন কাটাচ্ছে তারা ৷ অভিভাবকদের ধারণা হয়েছিল, উঠতি বয়সে দুই মেয়েই বোধহয় প্রেমে পড়েছে ৷ এ ব্যাপারে নিশ্চিত না হতে পারলেও পড়াশোনায় ঢিলেমি আর মোবাইল আসক্তির জন্য দু'জনকেই বকাবকি করেন তাঁরা ৷ অভিভাবকদের এমন শাসন মেনে নিতে পারেনি ওই দুই নাবালিকা ৷
গত শুক্রবার ব্যাগে জামাকাপড় গুছিয়ে, কিছু টাকাপয়সা নিয়ে ঘর ছেড়ে পালায় দু'জনেই ৷ দুই নাবালিকার একসঙ্গে নিখোঁজ হওয়ার বিষয়টি নজরে আসতেই দু'জনের অভিভাবকরা চাঁচল থানায় তাদের নামে নিখোঁজ ডায়েরি করেন ৷ বিষয়টি জানতে পেরেই দু'জনকে উদ্ধারে নেমে পড়ে পুলিশ ৷ তখনই পুলিশের সঙ্গে লুকোচুরি শুরু করে ওই দুই কিশোরী ৷ অবশেষে মঙ্গলবার রাতে চাঁচল থেকেই তাদের খোঁজ পায় পুলিশ ৷ চাঁচল মহকুমা আদালতের নির্দেশে আজ তাদের জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে ৷ তাদের ঘরে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে ৷