পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

FAKE NOTE MALDA: মালদায় লক্ষাধিক টাকার জাল নোট সহ ধৃত নাবালক - kaliachak

4 লক্ষ 40 হাজার টাকার জাল নোট-সহ এক নাবালককে গ্রেফতার করল গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ । ধৃত নাবালককে আজ কালিয়াচক থানার মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।

FAKE NOTE MALDA
মালদায় লক্ষাধিক টাকার জালনোট সহ ধৃত নাবালক

By

Published : Aug 2, 2021, 4:01 PM IST

মালদা, 2 অগস্ট: 4 লক্ষ 40 হাজার টাকার জাল নোট-সহ এক নাবালককে গ্রেফতার করল গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ । ধৃত নাবালককে আজ কালিয়াচক থানার মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে । গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল ভোররাতে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ সাহবাজপুর এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী, আবদুল সালাম (12) নামে এক নাবালককে আটক করে তল্লাশি চালায় পুলিশ ৷ নাবালকের কাছ থেকে উদ্ধার করা হয় 4 লক্ষ 40 হাজার টাকার জাল নোট । উদ্ধার হওয়া টাকার 400টি 500 টাকার নোট ও 120টি 2 হাজার টাকার নোট রয়েছে ।

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল ভোররাতে গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ তথ্যের ভিত্তিতে 4 লক্ষ 40 হাজার টাকার জাল নোট সহ এক নাবালককে গ্রেফতার করে । ধৃত নাবালক কালিয়াচকের সাধারিটোলার বাসিন্দা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই নাবালককে উদ্ধার হ‌ওয়া জাল নোটগুলি পাচারের দায়িত্ব দেওয়া হয়েছিল । ধৃত নাবালক এই চক্রের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের নামও সামনে এনেছে । তবে তদন্তের জন্য এখন‌ই বেশি কিছু বলা যাবে না । ধৃত নাবালককে মালদা জেলা আদালতের মাধ্যমে জুভেনাইল কাস্টাডিতে নেওয়া হবে ।

আরও পড়ুন: করোনায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ; কলেজে বসে পরীক্ষা দিল পড়ুয়ারা

পুলিশের কাছে গত কয়েকদিন ধরেই অভিযোগ ছিল জাল নোট পাচারের ৷ ঘটনায় নাবালককে গ্রেফতার করার পর মূল অভিযুক্তের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তাও জানাতে চাইছে গোলাপগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ আধিকারিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details