মালদা, 9 নভেম্বর: "বিজেপি, কংগ্রেস বা সিপিএম নয়, আগামী পঞ্চায়েতে তৃণমূলের লড়াই হবে তৃণমূলের সঙ্গেই (TMC Will Have to Fight Against Themselves in Panchayat Elections)৷" জনসভা থেকে এই মন্তব্যই করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ তবে মন্ত্রীর এ হেন বক্তব্যে বিরোধীরা গোষ্ঠীদ্বন্দ্বের আভাস পেলেও দল তাতে আমল দিতে নারাজ ৷
বুধবার বিকেলে মালদার (Malda District TMC)মালতিপুর বিধানসভা কেন্দ্রের শ্রীপুরে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এক জনসভার আয়োজন করে তৃণমূল ৷ সাবিনা ইয়াসমিন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি, রতুয়ার বিধায়ক তথা দলের জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ৷ এদিনের সভায় অন্য দল থেকে বেশ কিছু কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন ৷
আরও পড়ুন :চাকরির নামে দলীয় কর্মীর সঙ্গেই প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, "আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের লড়াই হবে ৷ এর জন্য সবাই প্রস্তুত থাকুন ৷ আমরা পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির লোকদেরই প্রার্থী করব ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের 67টি জনদরদী প্রকল্পই আমাদের নির্বাচনী হাতিয়ার ৷ আমাদের খুঁজে খুঁজে ভালো প্রার্থী বাছাই করতে হবে ৷ বিরোধীরা এখন আমাদের বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাচ্ছে না ৷ নির্বাচনের সময় তাঁরা তৃণমূলের টিকিট না পাওয়া বিক্ষুব্ধ কর্মীদের প্রার্থী করবে ৷ তাই স্বাভাবিকভাবেই লড়াইটা তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই হবে ৷"
পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে নিজেদের বিরুদ্ধেই লড়তে হবে জনসভায় বললেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন মন্ত্রী সাবিনার এহেন মন্তব্যের সভায় উপস্থিত তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হলে জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি বলেন, "কংগ্রেস ও সিপিএম থেকে অনেকে বিজেপিতে চলে গিয়েছিলেন ৷ সেখান থেকে তাঁদের অনেকে তৃণমূলে এসেছিলেন ৷ কিন্তু মনেপ্রাণে এখনও তাঁরা পুরোনো দল করেন ৷ তাঁদের বিরুদ্ধেই আমাদের লড়াই হবে ৷ কংগ্রেস-সিপিএমের বিরুদ্ধে হবে না ৷ এটাই মন্ত্রী বলতে চেয়েছেন ৷"
আরও পড়ুন :পঞ্চায়েত নির্বাচনের আগে ঘরোয়া কোন্দলে জেরবার মালদা তৃণমূল