হরিশ্চন্দ্রপুর, 4 জুলাই : ধীরে ধীরে সমাজ বিরোধীদের সফট টার্গেট হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুর । ভৌগোলিক অবস্থানের সুবিধার জন্য বাড়ছে সমাজবিরোধী কার্যকলাপ । দুষ্কর্ম শেষে বিহারে পৌঁছতে পারলেই রাজ্য পুলিশের নাগালের বাইরে চলে যাওয়া যাচ্ছে । তাই মাঝেমধ্যেই চুরি, ছিনতাইয়ের পাশাপাশি গোলাগুলি চলারও খবর আসছে এলাকাগুলি থেকে । করোনা আবহে সমাজবিরোধীরাও সক্রিয় হয়ে উঠেছে । অপরাধ রুখতে তাই এবার টেকনোলজির সাহায্য নিচ্ছে পুলিশ । এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে শনিবার বৈঠকও করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।
মালদা জেলার শেষ প্রান্তে হরিশ্চন্দ্রপুরের অবস্থান । পাশেই বিহার । জেলার পাশাপাশি রাজ্যেও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত হরিশ্চন্দ্রপুর । দিনের পর দিন বাণিজ্যের প্রসার ঘটছে এখানে । পাশাপাশি বাড়ছে দুষ্কৃতীদের কুনজরও । শুধু জেলার সমাজবিরোধী নয়, পার্শ্ববর্তী রাজ্য থেকেও দুষ্কৃতীরা এসে হামলা চালাচ্ছে এই এলাকায় । একাধিকবার চুরি-ছিনতাই-গোলাগুলির ঘটনা সামনে এসেছে । দুষ্কর্ম শেষে খুব সহজেই পার্শ্ববর্তী বিহারে ঢুকে যাচ্ছে সমাজবিরোধীরা ।
করোনা আবহে হরিশ্চন্দ্রপুরে অপরাধের সংখ্যা বাড়াতে থাকায় নতুন করে ভাবতে শুরু করেছে পুলিশ প্রশাসন । দুষ্কৃতীদের নাগাল পেতে টেকনোলজির সাহায্য নিতে চলেছেন পুলিশ কর্তারা । এই বিষয়ে শনিবার রাতে ওই এলাকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করা হয় ।