পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একদিনে সর্বোচ্চ সংক্রমণ মালদায়, আক্রান্ত জেলা প্রশাসনের একাধিক কর্তা

কোরোনা সংক্রমণ রোধে আজ থেকে তিনদিনের জন্য বন্ধ করে দেওয়া হল জেলার দুই পৌর এলাকার সবজি বাজার, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানও ৷ একই ছবি পুরাতন মালদা শহরেও ৷

COVID-19
COVID-19

By

Published : Jul 17, 2020, 6:00 PM IST

মালদা, 17 জুলাই : গত 24 ঘণ্টায় জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 84 জন ৷ সংক্রমিতদের মধ্যে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার), জেলা প্রশাসনের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, মানিকচকের BDO, এমনকী মালদা মেডিকেলের অতিরিক্ত সুপার ও তাঁর পরিবারের তিন সদস্যও ৷ সব মিলিয়ে ক্রমশ ঊর্ধমুখী হচ্ছে জেলার কোরোনা সংক্রমণের গ্রাফ ৷ এই পরিস্থিতিতে আজ থেকে মালদার দুই পৌর এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বাজার-হাট ৷ বন্ধ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানও ৷

মূলত মালদা শহরে দ্রুতগতিতে ছড়াচ্ছে সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় জেলায় 84 জনের নমুনায় কোরোনা সংক্রমণের হদিশ মিলেছে ৷ সংক্রমিত একাধিক প্রশাসনিক কর্তাও ৷ আক্রান্তদের তালিকায় রয়েছেন একাধিক পুলিশ ও স্বাস্থ্যকর্মীও ৷ সব মিলিয়ে জেলায় এ'পর্যন্ত কোরোনা সংক্রমণের সংখ্যা বেড়ে 1447 ৷ এর মধ্যে মালদা শহরেই সংক্রমণের সংখ্যা প্রায় 400 ৷ অন্যদিকে, এই পরিস্থিতিতে হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছে না সংক্রমিতদের । জেলার ইন্সটিটিউশনাল আইসোলেশন সেন্টারগুলিও ভরতি ৷ তাই গুরুতর অসুস্থ ছাড়া প্রত্যেককে হোম আইসোলেশনে থাকতে বলা হচ্ছে ৷

এছাড়াও, উপসর্গ নেই এমন কারওর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হচ্ছে না ৷ এমনকী, অল্প উপসর্গ থাকলেও মেডিকেলের ফ্লু-কর্নার থেকেই ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে ৷ জ্বরে হয়েছে এমন অনেকেই মেডিকেলে পরীক্ষা করাতে গিয়ে ফিরে এসেছেন বলেও অভিযোগ ৷ এ'বিষয়ে যদিও মেডিকেল কর্তৃপক্ষের বক্তব্য, তারা সরকারি নির্দেশ মেনেই কাজ করছে ৷

কোরোনা সংক্রমণ রোধে আজ থেকে তিনদিনের জন্য বন্ধ করে দেওয়া হল জেলার দুই পৌর এলাকার সবজি বাজার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানও ৷ একই ছবি পুরাতন মালদা শহরেও ৷ হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে আগামী 28 জুলাই পর্যন্ত কড়া লকডাউন ঘোষণা করেছে সেখানকার ব্লক প্রশাসন ৷ পরিস্থিতি অনুযায়ী 19 জুলাইয়ের পর দুই পৌর এলাকা সহ আরও কিছু জায়গায় লকডাউনের সময়সীমা বাড়াতে পারে জেলা প্রশাসন, এমনটাও মনে করা হচ্ছে । তবে এ'নিয়ে এখনই প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details