পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবতিকে দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা প্রতিবেশীর - woman

টাকা ধার না দেওয়ায় যুবতিকে দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা প্রতিবেশীর । আক্রান্ত যুবতি বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

হাসিনা বিবি

By

Published : Apr 29, 2019, 1:00 PM IST

Updated : Apr 29, 2019, 1:06 PM IST

মালদা, 29 এপ্রিল : টাকা ধার না দেওয়ায় যুবতিকে দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা প্রতিবেশীর । আক্রান্ত যুবতির নাম হাসিনা বিবি (20) । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে সামসির লস্করপুরের শ্রীপুরে । আক্রান্ত যুবতি বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

অভিযোগ, হাসিনার শওহর সাজ্জাদ শেখ ওরফে পাতানু ভিন রাজ্য শ্রমিকের কাজ করেন । তাদের দুই মেয়ে ৷ গতকাল পাতানু হাসিনাকে 5 হাজার টাকা মানি অর্ডার করে পাঠান । প্রতিবেশী আজগর সেই টাকা নিতে দেখে । কিছু সময় পরে আজগর হাসিনার কাছে 1 হাজার টাকা ধার চায় । সংসার খরচের টাকা ধার দিতে রাজি হননি হাসিনা । সেকারণেই রাত 1 টা নাগাদ দা নিয়ে হাসিনার বাড়িতে আসে আজগর । কিছু বুঝে ওঠার আগেই দা দিয়ে হাসিনার পিঠে কোপ মারে আজগর । হাসিনার চিৎকারে ঘুম ভেঙে যায় তার দুই মেয়ের । দা দিয়ে আজগর মেয়েদের উপর হামলা করতে গেলে কোনওমতে আটকায় হাসিনা । এরপরই ঘটনাস্থান থেকে দা ফেলে পালিয়ে যায় আজগর । প্রতিবেশীরা হাসিনা বিবিকে উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করেন । হাসপাতাল থেকে খবর দেওয়া হয় পুলিশে ।

দেখুন ভিডিয়ো

হাসিনা জানান, "গতকাল শওহর আমাকে সংসার খরচের জন্য 5 হাজার টাকা পাঠায় । আজগর তা দেখতে পেয়ে 1 হাজার টাকা ধার চায় । টাকা ধার না পাওয়ায় রাত 1টা নাগাদ দা নিয়ে বাড়িতে আসে আজগর । আমি দুই মেয়েকে নিয়ে সেই সময় ঘুমিয়েছিলাম । দা দিয়ে আজগর আমার পিঠে আঘাত করে । এরপর আজগর দা দিয়ে আমার মেয়ের গলায় কোপ বসাতে গেলে, আমি বাধা দিই । আমার সঙ্গে আজগরের কোনও শত্রুতা নেই । হয়তো টাকা ধার না দেওয়ায় আমার টাকা সহ সোনা নিয়ে পালানোর ছক কষেছিল আজগর ।"

পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ৷ ঘটনাস্থল থেকে দা উদ্ধার করা হয়েছে ৷ অভিযুক্ত খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে ৷

Last Updated : Apr 29, 2019, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details