মালদা, 10 মে: একুশের বিধানসভা নির্বাচনে হবিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিট পেয়েছিলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মু ৷ তিনি সেই টিকিট প্রত্যাখ্যান করে বিজেপিতে যোগদান করেন ৷ এমন ঘটনায় হতবাক হয়েছিলেন অনেকে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেছেন ৷ এরপরেই ভাবুক অঞ্চলের তৃণমূল কর্মীরা খবর পান সরলা মুর্মু ফের তৃণমূলে যোগ দেওয়ার জন্য জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলছেন ৷ সরলা মুর্মুর দলবদল রুখতে রাস্তায় নামেন যুব তৃণমূল কর্মীরা ৷
পুরাতন মালদা ব্লক যুব তৃণমূলের সহ-সভাপতি জনসন কিস্কু বলেন, “আমরা সূত্র মারফত জানতে পারছি, দলত্যাগী সরলা মুর্মু পুনরায় তৃণমূলে যোগদান করতে চাইছেন ৷ আমরা দলবদল আটকাতে পুরাতন মালদার যাত্রাডাঙা অঞ্চলের তৃণমূল কর্মীরা এর প্রতিবাদ করছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে বিশ্বাস করে হবিবপুর বিধানসভা কেন্দ্রের টিকিট দিয়েছিলেন ৷ কিন্তু উনি প্রলোভনে পা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরে উনি ফের তৃণমূলে যোগ দেওয়ার চেষ্টা করছেন ৷ আমরা ওঁকে দলে মেনে নেব না ৷”