পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন মালদা জেলা পুলিশের

লকডাউনের প্রভাবে রাজ্যর ব্লাড ব্যাঙ্কগুলি কার্যত শূন্য ৷ মালদা জেলায় সেই একই ছবি ৷ এই রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলেন মালদা জেলা পুলিশ ৷ তাদের উদ্যোগে মালদা শহর ও চাঁচলে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷

Blood donation camp
রক্তদান শিবির

By

Published : Apr 1, 2020, 10:34 PM IST

মালদা , 1 এপ্রিল : দেশজুড়ে লকডাউন ৷ ফলে বন্ধ যাবতীয় গণ পরিবহন ব্যবস্থা ৷ এই পরিস্থিতিতে সবচেয়ে চাপ বাড়ছে স্বাস্থ্য পরিষেবায় ৷ রক্ত সংকটে ভুগছে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলি ৷ এনিয়ে ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তর সেই আশঙ্কার কথা জানিয়েছে ৷ এই মুহূর্তে মালদা জেলার সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিও শূন্য ৷ পরিস্থিতি মোকাবিলায় জেলার কয়েকজন যুবক-যুবতি সম্প্রতি মালদা মেডিকেলের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করেছিলেন ৷ কিন্তু মুহূর্তের মধ্যেই সেই রক্ত নিঃশেষ হয়ে যায় ৷রক্তের সংকট মেটাতে শেষ পর্যন্ত এগিয়ে এসেছে পুলিশ প্রশাসন ৷ আজ জেলা পুলিশের উদ্যোগে মালদা শহর ও চাঁচলে আয়োজিত হয় রক্তদান শিবির ৷ দুই শিবিরে প্রায় দুশো পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার রক্তদান করেন ৷

এ প্রসঙ্গে পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন , "গোটা দেশ জুড়ে এখন লকডাউন চলছে ৷ এতে সবচেয়ে সমস্যায় পড়েছে ব্লাড ব্যাঙ্কগুলি ৷ রাজ্যের সব জায়গায় রক্তের অভাব দেখা দিয়েছে ৷ পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী সবাইকে রক্তদান করার আবেদন জানিয়েছেন ৷ তাঁর আবেদনে সাড়া দিয়ে আজ মালদা জেলা পুলিশ দুটি রক্তদান শিবিরের আয়োজন করেছে ৷ তার একটি হচ্ছে মালদা DSA ময়দানে , দ্বিতীয়টি হচ্ছে চাঁচল থানা সংলগ্ন ময়দানে ৷ আজ আমরা দুই শিবিরে দুশো ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম ৷ জেলার অনেক পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার রক্তদান করতে এগিয়ে এসেছেন ৷ সেই সংখ্যাটি দুশোর অনেক বেশি ৷ তাঁদের এই মানবিকতায় আমি গর্বিত ৷ দুটি শিবিরেই আমরা সামাজিক দূরত্ব মেনে রক্তদানের আয়োজন করেছি ৷

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের DIG প্রসূন বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি বলেন , “ রক্ত সংকটের সময় মালদার পুলিশ সুপার আজ জেলায় দুটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন ৷ আমি এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছি ৷ এখানে যেভাবে শিবিরের আয়োজন করা হয়েছে এবং যেভাবে পুলিশ ও সিভিককর্মীরা রক্তদানে এগিয়ে এসেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য ৷”

ABOUT THE AUTHOR

...view details