মালদা, 13 জুলাই : ফের সেরার মুকুট । কেন্দ্রীয় সরকারের পর্যটন দপ্তর আয়োজিত 31তম আম উৎসবে 5টি পুরস্কার জিতে মালদার আমের খ্যাতি আরও বাড়িয়ে দিলেন গাজোলের আমচাষি জাভেদ আমিন । শুধু তাই নয়, 40 প্রজাতির আমের পসরার জন্যও মিলেছে একটি বিশেষ পুরস্কার । সেরার শিরোপা জেলায় আসায় জাভেদ সাহেবকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিকও ।
গত 5-7 জুলাই দিল্লির জনকপুরি হাটে আম উৎসব হয় । সেই আম উৎসবে মহারাষ্ট্র, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ছাড়াও পশ্চিমবঙ্গের বহু আমচাষি অংশগ্রহণ করেন । সেই আম উৎসবে প্রায় 40টি প্রজাতির আম নিয়ে পসরা সাজিয়েছিলেন জাভেদ সাহেবও । সাতটি বিভাগের প্রতিযোগিতায় জাভেদ সাহেবের ফজলি, আম্রপালি ও মল্লিকা আম তাঁকে পাঁচটি পুরষ্কার এনে দিয়েছে । মালদা জেলার গাজোলের রাইসাদিঘিতে পরিবার নিয়ে বসবাস করেন জাভেদ সাহেব । রাইসাদিঘিতে তাঁর একটি নার্সারি রয়েছে । ছোটো থেকেই আম চাষের শখ তাঁর । বাবা আমিনুল ইসলামের হাত ধরেই আমচাষ শিখেছেন তিনি । বিভিন্ন প্রজাতির আমের চারা সংগ্রহ করে প্রায় 25 বিঘা জমিতে আম চাষ করেন জাভেদ সাহেব । বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে আম চাষকে আরও ভালো করা যায়, তা নিয়ে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন জেলা উদ্যান পালন বিভাগের সঙ্গে ।