পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Allegation of Gang Rape: মন্ত্রীর এলাকায় বিশেষভাবে সক্ষম যুবতীকে স্কুলের ভিতর গণধর্ষণের অভিযোগ - যুবতীকে গণধর্ষণ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যান বিশেষভাবে সক্ষম ওই যুবতী ৷ পরিবারের লোকজন গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পায়নি বলেই দাবি ৷ শেষ পর্যন্ত সকালে ওই যুবতীর সন্ধান মেলে ৷ গ্রামের প্রাথমিক স্কুলের ভিতর অজ্ঞান এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে ৷

Etv Bharat
যুবতীকে স্কুলের ভিতর গণধর্ষণের অভিযোগ

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 11:11 PM IST

মালদা, 1 সেপ্টেম্বর: খোদ মন্ত্রীর এলাকায় বিশেষভাবে সক্ষম 22 বছরের এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৷ রাতের অন্ধকারে একটি প্রাথমিক স্কুলে নিয়ে গিয়ে ওই যুবতীকে কয়েকজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের ৷ এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মোথাবাড়ি থানা এলাকায় ৷ শুক্রবার নির্যাতিতার বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ অপরাধীদের দ্রুত গ্রেফতারির জন্য তিনি পুলিশকেও নির্দেশ দিয়েছেন ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ঘটনা বুধবার রাতের ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যান বিশেষভাবে সক্ষম ওই যুবতী ৷ পরিবারের লোকজন গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি বলেই দাবি ৷ শেষ পর্যন্ত সকালে ওই যুবতীর সন্ধান মেলে ৷ গ্রামের প্রাথমিক স্কুলের ভিতর অজ্ঞান এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে ৷ খবর পেয়ে পরিবারের লোকজন স্কুলে ছুটে আসেন ৷ যুবতীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতাল, পরে সেখান থেকে মালদা মেডিক্যালে নিয়ে আসা হয় ৷ প্রাথমিক চিকিৎসার সময়ই মালদা মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন, তাঁর সঙ্গে যৌন নির্যাতন চালানো হয়েছে ৷ এরপরই মোথাবাড়ি থানায় মেয়েকে গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন মা ৷ তিনি বলেন, "মেয়ে আমাকে যেটুকু বলতে পেরেছে তাতে আমাদের অনুমান, কয়েকজন মিলে আমার মেয়ের সর্বনাশ ঘটিয়েছে ৷ আমি দোষীদের ফাঁসির সাজা দাবি করছি ৷"

এদিন নির্যাতিতার বাড়িতে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ তিনি দীর্ঘক্ষণ ওই পরিবারের সঙ্গে কথা বলেন ৷ পরে তিনি বলেন, "এমন অপরাধ করে কেউ ছাড়া পাবে না ৷ পুলিশকে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব অপরাধীদের গ্রেফতার করতে হবে ৷ সবার কাছে আবেদন জানাচ্ছি, প্রশাসনের উপর ভরসা রাখুন ৷ এমন জঘন্য অপরাধ শুধু নিন্দনীয় নয়, ক্ষমার অযোগ্য৷" এদিকে যে স্কুলে এই ঘটনা ঘটেছে, সেই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুল ছুটির পর তাঁরা গেটে তালা মেরে চলে যান ৷ বুধবারও তাই করেছিলেন ৷ গতকাল স্কুলে এসে গোটা ঘটনা জানতে পারেন ৷ ওই যুবতীকে কীভাবে দুষ্কৃতীরা স্কুলে নিয়ে এসেছিল, তা নিয়ে তাঁরাও ধন্ধে ৷ গোটা বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিডিওকে জানিয়েছেন ৷

আরও পড়ুন: হাসপাতালে জুনিয়র চিকিৎসককে র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্তের আশ্বাস নগরপালের

মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, ওই যুবতীকে গণধর্ষণ করা হয়েছে কি না, তা মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর সঠিকভাবে জানা যাবে ৷ শনিবারই সেই রিপোর্ট পাওয়ার কথা ৷ যুবতীর মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ এমন অপরাধ করে কেউ ছাড়া পাবে না বলেও জানিয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details