পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে ছিল না কাজ, শেষ হয়েছিল সঞ্চয় ; থামল বুধুয়ার সংগ্রাম

লকডাউনে প্রভাবে দিন আনা দিন খাওয়া মানুষ গুলির কাজকর্ম বন্ধ হয়ে গেছে ৷ দিনমজুর অভাবী মানুষগুলি কোরোনা আতঙ্কের থেকেও বেশী আতঙ্কে আছেন পরিবারের অন্ন সংস্থান করবেন কিভাবে এই চিন্তায় ৷ এর প্রভাবে অভাবের বলি হলেন চাঁচল ১ ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের সিহিপুর গ্রামের এক দিন মজুর ৷ বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে চাঁচল থানার পুলিশ

Chachal Super Speciality hospital
চাঁচল সুপারস্পেসালিটি হাসপাতাল

By

Published : Apr 5, 2020, 2:16 PM IST

মালদা, 5 এপ্রিল : বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমগাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল চাঁচল থানার পুলিশ। চাঁচল ১ ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের সিহিপুর গ্রামের ঘটনা ৷ মৃতের নাম বুধুয়া শেখ(38) ৷ এই ঘটনায় কোরোনা মোকাবিলায় চলতে থাকা লকডাউন নিয়ে প্রশ্ন উঠেছে এলাকায় ৷

বুধুয়া শেখের বাড়িতে বিবি ছাড়াও রয়েছে তিন ছেলে-মেয়ে ৷ তিনি পেশায় দিনমজুর ছিলেন ৷ নিজে ছিলেন হৃদ্‌রোগী ৷ তাঁর কোনও জমি-জায়গাও নেই ৷ লকডাউন শুরু হওয়ার পর থেকেই পরিবারের সবার গ্রাসাচ্ছদনের সমস্যায় ভুগছিলেন তিনি ৷ দিন আনি দিন খাই সংসারে তাঁর কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল ৷ ঘরে সঞ্চিত টাকাপয়সাও সব শেষ হয়ে গিয়েছিল ৷ গত কয়েকদিন ধরে তিনি এলাকার মানুষজনের কাছ থেকে চেয়েচিন্তে পরিবারের অন্ন সংস্থান করছিলেন ৷ কিন্তু বাকি গ্রামবাসীরাও লকডাউন সমস্যায় ভুগছেন ৷ ফলে সেভাবে কেউ তাঁকে সাহায্য করতে পারছিলেন না ৷ এনিয়ে সম্প্রতি মানসিক অবসাদেও ভুগছিলেন তিনি ৷ গতকাল রাত থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ অবশেষে আজ সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে হাতিণ্ডা গ্রামে মন্দিরের পাশে একটি আমগাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান মাঠে কাজ করতে যাওয়া কয়েকজন কৃষক ৷ ওই কৃষকরাই গ্রামে খবর দেন ৷ খবর যায় চাঁচল থানায় ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ৷

মৃত বুধুয়ার এক আত্মীয়া নাসিমা বিবি বলেন, “গত ১৫ দিন ধরে কাজ বন্ধ হয়ে গিয়েছিল বুধুয়ার ৷ তার উপর লকডাউন শুরু হয়ে যাওয়ায় কাজকর্ম একেবারেই ছিল না৷ বাড়ির লোকদের খাবার জোগাড় করতে পারছিলেন না ৷ তার উপর ওর হৃদ্‌যন্ত্রের সমস্যা ছিল ৷ গতকাল থেকে ওঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ কোথায় গিয়েছেন, কেউ জানতেন না ৷ আজ সকালে জানতে পারি , গলায় ফাঁস লাগিয়ে মারা গিয়েছেন ৷”

একই বক্তব্য গ্রামের বাসিন্দা আকবর আলির ৷ তিনি বলেন, “বাড়িতে বিবি ছাড়াও তিন ছেলেমেয়ে আছে বুধুয়ার ৷ লকডাউনে কাজ বন্ধ ৷ খাবার জোগাড় করতে পারছিলেন না ৷ নিজের ওষুধপত্রও কিনতে পারছিলেন না ৷ অভাবের তাড়নাতেই বুধুয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ৷”

চাঁচল থানার IC সুকুমার ঘোষ বলেন, “সকালে খবর পেয়েই সিহিপুর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে ৷ এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷”

ABOUT THE AUTHOR

...view details