পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রশাসনিক পদক্ষেপকে বুড়ো আঙুল, মালদায় খোলা বাজার - মালদা

কোরোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ তবু যেন সচেতন হচ্ছে না সাধারণ মানুষ ৷ এমনই ছবি ধরা পড়ল মালদা শহরে ৷ সাধারণ মানুষ সচেতন না হলে কি আদৌ কোরোনার মোকাবিলা করা যাবে, উঠছে প্রশ্ন ৷

malda
মালদা

By

Published : Mar 26, 2020, 1:11 PM IST

মালদা, 26 মার্চ : কোরোনা মোকাবিলায় বিবিধ নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র ও রাজ্য ৷ মালদা প্রশাসন সেই নির্দেশ মেনে এবং সাধারণ মানুষের সুবিধার কথা মাথা রেখেই 34 নম্বর জাতীয় সড়ককে পরিষ্কার করে বাজার বসার জায়গা করে দেয়৷ সাধারণ মানুষ যেন এক মিটার দূরত্ব অবলম্বন করে বাজার করেন তার জন্য রাস্তায় চক আউট করা হয়৷ তবে সকাল হতেই প্রশাসনের সব উদ্যোগকে বুড়ো আঙুল আমজনতার ৷ আজ সকালে 34 নম্বর জাতীয় সড়কে ফের গায়ে ঘেঁষে ঘেঁষে বাজার করতে দেখা গেল শহরবাসীকে ৷ স্থানীয় কাউন্সিলর ও পুলিশ প্রশাসনের লোকজন এসে বোঝালেও টনক নড়েনি সাধারণ মানুষের ৷

কোরোনা আক্রান্তের সংখ্যা দেশে 606 জন ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 13 জনের ৷ সারা দেশ যেখানে ইটালির পরিস্থিতি দেখে শিক্ষা নেওয়ার কথা বলছে তখন অন্য ছবি দেখা যাচ্ছে মালদা জেলায় ৷ কোনও মতেই যেন সচেতন করা যাচ্ছে না আম জনতাকে ৷ পুলিশি হস্তক্ষেপ ছাড়া এক বিন্দু সতর্কতা অবলম্বন করছে না জেলাবাসী ৷ গতকাল মালদা শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করে কপালে চিন্তার ভাঁঝ পড়ে জেলা প্রশাসনের৷ ভিড় এড়াতে শহরের বাজারগুলিকে খোলা জায়গায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ গতরাতেই 34 নম্বর জাতীয় সড়ককে পরিষ্কার করে বাজার বসার জায়গা করে দেওয়া হয়৷ সাধারণ মানুষ যেন এক মিটার দূরত্ব অবলম্বন করে বাজার করেন তার জন্য রাস্তায় চক আউটও করা হয় ৷ তবে সকাল হতেই প্রশাসনের সব উদ্যোগে জল ঢালও আমজনতা৷ আজ সকালে 34 নম্বর জাতীয় সড়কে ফের গায়ে ঘেঁষে ঘেঁষে বাজার করতে দেখা গেল শহরবাসীকে৷ পরে স্থানীয় কাউন্সিলর ও পুলিশ প্রশাসনের লোকজন এসে সাধারণ মানুষকে বোঝান ৷ কিন্তু তাতে কোনও ভ্রুক্ষেপ নেই মালদাবাসীর ৷ মালদা শহরের হায়দারপুর থেকে বাজার করতে এসেছিলেন অমিত দাস৷ তিনি বলেন, “সাধারণ মানুষ নিয়ম মানছে না৷ মানুষের মধ্যে কোনও সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না৷ কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে সকলের নিয়ম মানা উচিত৷ নয়তো এই ভাইরাস থেকে কাউকে বাঁচানও যাবে না৷ প্রশাসনের উচিত আরও কঠোর ব্যবস্থা নেওয়ার৷”

কোরোনাকে আটকাতে কতটা সচেতন মালদা ? দেখুন ভিডিয়োয়...

স্থানীয় কাউন্সিলর আশিস কুণ্ডু বলেন, “শহরের অন্যতম বড় বাজারগুলির মধ্যে বিচিত্রা মার্কেট বা নেতাজি পৌর বাজার একটা৷ গতকালই এই বাজারে প্রায় 4 হাজার লোককে এক সঙ্গে বাজার করতে দেখা গেছে৷ তারপরেই জেলার প্রশাসনিক কর্তারা বাজার ফাঁকা করে দেন৷ এই বাজারকে 34 নম্বর জাতীয় সড়কে তুলে আনা হয়েছে৷ সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নিয়মানুযায়ী চক আউট করা হয়েছে৷ আজ থেকেই এই পদ্ধতি শুরু করা হচ্ছে৷ আমার বিশ্বাস আমরা সাধারণ মানুষকে সচেতন করতে পারব৷ আগামী 2 দিনের মধ্যেই আমাদের ইচ্ছা মতো বাজারকে রূপ দিতে পারব৷ তিনি আক্ষেপ করে বলেন , "মানুষ সচেতন না হলে মালদায় হাহাকার পড়ে যাবে৷”

ABOUT THE AUTHOR

...view details