পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

IT Worker Missing: অ্যাডভেঞ্চার ট্যুরে সিকিমে গিয়ে নিখোঁজ তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী, চিন্তায় পরিবার৷ - গুরুদোংমার লেক

পরিবারের ছোট ছেলে, 24 বছরের সুশান্ত একটি নামি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ৷ গত সোমবার অ্যাডভেঞ্চার ট্রিপে আরও তিন বন্ধুর সঙ্গে শিলিগুড়ি থেকে বাইকে সিকিমের গুরুদোংমার লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 10:55 PM IST

মালদা, 6 অক্টোবর: দুর্যোগের পর কেটে গিয়েছে তিনটে দিন ৷ এখনও ছেলের কোনও খোঁজ পাচ্ছেন না শেফালিদেবী ৷ ঠাকুরঘরেই কাটিয়ে দিচ্ছেন দিনের বেশিরভাগ সময় ৷ মোবাইলে রিং হলেই ছুটে যাচ্ছেন ৷ কিন্তু না, এবারও ছেলে নয় ৷ ফের ফিরে আসছেন ঠাকুরঘরে ৷ এভাবেই এখন দিন কাটছে তাঁর ৷ রতুয়ার থানাপাড়ার সাহা পরিবারের এখন রাতে আর ঘুম নেই ৷

এই পরিবারের ছোট ছেলে, 24 বছরের সুশান্ত একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ৷ গত সোমবার অ্যাডভেঞ্চার ট্রিপে আরও তিন বন্ধুর সঙ্গে শিলিগুড়ি থেকে বাইকে সিকিমের গুরুদোংমার লেকের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ সোমবার রাতে বাড়ির সবার সঙ্গে কথা বলেছেন ৷ মঙ্গলবার মায়ের মোবাইলে ছবিও পাঠিয়েছেন ৷ তারপর থেকে তাঁদের আর কোনও খোঁজ নেই ৷ চিন্তায় ঘুম উড়েছে বাড়ির সবার ৷ গতকাল রাতে রতুয়া থানার দ্বারস্থ হয়েছেন তাঁরা ৷ তারপরেই বিষয়টি সবার নজরে এসেছে ৷

চুলের সমস্যায় ভুগছিলেন সুশান্ত ৷ শিলিগুড়ির এক চিকিৎসককে দেখাতেন ৷ শনিবার সকালে ট্রেনে চেপে তিনি শিলিগুড়ি রওনা দেন ৷ রবিবার সেখান থেকে তাঁদের সিকিম যাওয়ার কথা ৷ বুধবার অথবা বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ি ফিরে আসার কথা ছিল ৷ কিন্তু বৃষ্টির জন্য রবিবার তাঁরা শিলিগুড়িতেই থেকে যান ৷ সোমবার শিলিগুড়ি থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দেন ৷ লাচেনের হোটেলে পৌঁছে রাতে তিনি বাড়িতে ফোন করেন ৷ মঙ্গলবারও মায়ের ফোনে ছবি পাঠান ৷ বুধবার সকালে সংবাদমাধ্যমে বাড়ির সবাই সিকিমের দুর্যোগের কথা জানতে পারেন ৷ তারপর থেকে সবাই পাগলের মতো তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সফল হননি ৷ তাঁর দুটি মোবাইল ফোনেরই সুইচ অফ ৷

সুশান্তর বাবা সুধীরচন্দ্র সাহা পেশায় ব্যবসায়ী ৷ মা শেফালিদেবী গৃহবধূ ৷ তিনি বলেন, “ডাক্তার দেখাতে শনিবার শিলিগুড়ি গিয়েছিল ৷ ওখান থেকে বাইক নিয়ে সিকিম গিয়েছে ৷ সোমবার রাতে আমাদের ফোনও করে ৷ মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ সিকিমের কিছু ছবি পাঠায় ৷ ওর সঙ্গে তিন বন্ধুও রয়েছে ৷ দু’জন শিলিগুড়ির, একজন বিহারের ৷ বুধবার থেকে ছেলের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছি না ৷ টেনশনে বুক কাঁপছে ৷ পুলিশে গোটা ঘটনা জানিয়েছি ৷ যেভাবেই হোক, ছেলের খোঁজ চাই ৷”

আরও পড়ুন: তিস্তা থেকে কুড়িয়ে আনা সেনা-সামগ্রী বিস্ফোরণে মৃত্যু, এবার তা ফেরাতে মরিয়া স্থানীয়রা

সুধীরবাবুর বড় ছেলে শুভঙ্কর বলেন, “ভাই বলেছিল, সিকিমে মোবাইল সংযোগের সমস্যা রয়েছে ৷ আমরাও জানি, পাহাড়ে নেটওয়ার্ক ইস্যু থাকে ৷ মঙ্গলবার বিকেলে ও মাকে ছবি পাঠায় ৷ আমরা বুঝতে পারি, ওরা গুরুদোংমার লেকে পৌঁছে গিয়েছে ৷ নেটওয়ার্ক ইস্যু আছে ভেবেই মঙ্গলবার আমরা কিছু ভাবিনি ৷ কিন্তু বুধবারের ঘটনার পর আমরা চিন্তায় পড়ে যাই ৷ ওর সঙ্গে কিছুতেই যোগাযোগ করতে পারিনি ৷ গতকাল থানার আইসিকে গোটা ঘটনা জানাই ৷ তিনি আমাদের আশ্বস্ত করেছেন ৷ সিকিমে পরিচিতদের সঙ্গেও যোগাযোগ করেছি ৷ প্রত্যেকেই জানিয়েছে, ওখানে এখনও নেটওয়ার্ক ইস্যু রয়েছে ৷ দুর্যোগে টুরিস্টদের কিছু হয়নি ৷ আমরা সেই ভরসাতেই আছি ৷ ভাই যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এটাই চাই ৷”

ABOUT THE AUTHOR

...view details