মালদা, 25 মার্চ : কলমবাগান ময়দানে রাহুল গান্ধির সভাস্থানেই আজ সভা করল শুভেন্দু অধিকারী। মালদা উত্তরের তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নুরের সমর্থনে সভাটি করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান, মন্ত্রী গোলাম রব্বানিসহ তৃণমূলের মালদা জেলা নেতৃত্ব। মোটের উপর শনিবারের সভার থেকে আজকের সভায় লোকসংখ্যা ছিল কম। বিশৃঙ্খলার ছবিও স্পষ্ট। এবিষয়ে শুভেন্দুর সাফাই, এটা ট্রেলার। আসল ভিড় দেখা যাবে সামসিতে দলনেত্রীর সভায়। অন্যদিকে, সভার শুরু থেকেই সেখানকার BJP প্রার্থী খগেন মুর্মুকে আক্রমণ করে বক্তব্য রাখেন তিনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে BJP-র সাথে সাথে কংগ্রেসকেও তুলোধনা করেন শুভেন্দুবাবু। বলেন, "আজ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে দিদির লড়াই। গত পাঁচ বছর ধরে তৃণমূলের নেতাদের উপর BJP কী অত্যাচার চালিয়েছে তা সবাই জানে। সংসদে আমাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকের উপর আক্রমণ করেছে তারা। এখন বলছে, এটা দিল্লির লড়াই। আর এখানকার কংগ্রেসের কথা ? যত কম বলা যায় ততই ভালো। এরা সকালে কংগ্রেস করে, সন্ধ্যায় BJP। এই লোকগুলোকে তাড়ান। আজ রাহুলজিকে এখানে এনে BJP বিরোধী শক্তিকে দুর্বল করার চেষ্টা হয়েছে। যদি এঁরা BJP-কে রুখতে চাইতেন, তাহলে চাঁচলে সভা করতেন না। হবিবপুরে সভা করতেন। এই ফাঁদে পা দেবেন না। জেলার ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১২টিতে আমরা জিতেছি। ১৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১২টিতে জিতেছি।"
বক্তব্যের মাঝেই সভায় লোকসংখ্যার প্রসঙ্গ টেনে রাহুল গান্ধিকে আক্রমণ করে বলেন, "রাহুলজির সভায় অন্য জেলা, এমন কী অন্য রাজ্য থেকে লোক এনে মাঠ ভরানো হয়েছিল। কিন্তু আমরা বাইরে থেকে লোক আনাইনি। দেশ থেকে এই সাম্প্রদায়িক BJP-কে তাড়াতে হলে মালদায় BJP-র দালাল মানে B টিম হিসেবে কংগ্রেসের যেসব লোকজন আছে, যারা পঞ্চায়েতে BJP-কে সমর্থন করেছে, তাদের আগে প্রত্যাখ্যান করুন। কংগ্রেস-CPI(M)-BJP-র এই হযবরল জোটকে আমি বলব, আজ শুধু ট্রেলার দেখালাম। দিদি যেদিন সামসিতে আসবেন, সেদিন আসল ছবি দেখাব। সেদিন সবাই দেখতে পাবেন, মালদা বদলে গেছে। দিদিই BJP-কে রুখবেন। আর মালদা আছে দিদির সঙ্গে।" কংগ্রেসের সাথে BJP-র আঁতাতের কথা উল্লেখ করে তিনি বলেন, "১৯ জানুয়ারি সনিয়া গান্ধি বলেছিলেন, কংগ্রেস দিদির সঙ্গে আছে। আর আজ মালদা, মুর্শিদাবাদের কংগ্রেস BJP-কে অক্সিজেন দিয়ে তৃণমূলকে দুর্বল করতে চায়। কিন্তু উন্নয়ন যদি করতে হয়, তৃণমূলকে দিয়েই করতে হবে। রাহুলবাবা, তুমি জানো না মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দেয় না। কাজ করে দেখায়।"
ভিডিয়োয় শুনুন শুভেন্দু ও খগেন মুর্মুর বক্তব্য উত্তর মালদার BJP প্রার্থী খগেন মুর্মুকে ব্যক্তিগত আক্রমণ করে শুভেন্দু বলেন, "এই প্রার্থী যখন ভোট প্রচার করতে আসবেন, তখন বাড়ির পুরুষদের কথা বলতে বলবেন। মহিলারা যেন কথা না বলে। এনিয়ে আমি আপনাদের সতর্ক করলাম।" শুভেন্দুর এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন খগেনবাবু। তিনি বলেন, "ব্যক্তিগত আক্রমণ করার রাজনীতি আমি শিখিনি। নির্বাচনী রাজনৈতিক মঞ্চে যারা এসব করেন, তাঁরা কোনও রাজনৈতিক নেতা নন। এখন মানুষ থেকে এরা সব বিচ্ছিন্ন। এরা এখন পাগল হয়ে গেছে। নির্বাচনের সময় যখন উন্নয়নের কথা বলার কথা, আট বছরে তারা কী করেছে সেটা বলার কথা, যুব-কৃষকদের জন্য কী করেছে, শিল্পের পরিকাঠামোর কতটা উন্নতি করেছে। এর বিচার মানুষই করবে। কোনও রাজনৈতিক নেতা এভাবে অপপ্রচার করে অন্যকে নিচু করতে পারেন না। ২৩ এপ্রিল মানুষ এর জবাব দেবে। আর ২৩ মে এদের মুখোশ খুলে যাবে।"
মালদা জেলা BJP সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, "এটা অত্যন্ত কুরুচিকর মন্তব্য। যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে দলের নেতা হয়ে একটা মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলা কাম্য নয়।"