মালদা, 2 জুলাই: পঞ্চায়েত ভোটের মুখে মালদায় অস্ত্র মজুতের কাজ শুরু হয়েছে জোরকদমে ! অন্তত রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসারদের একাংশের মত তো তাই বলছে । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগের রাতে একাধিক অত্যাধুনিক পাইপগান ও তাজা কার্তুজ-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ । ধৃতদের আজ পুলিশের মাধ্যমে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে ।
রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে অস্ত্র কারবারের খবর ছিল । সেই তথ্য অনুযায়ী গতকাল রাতে এসটিএফ-এর একটি দল রতুয়ার জান্নাগর এলাকায় হানা দেয় । সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় চারটি অত্যাধুনিক পাইপগান ও 25 রাউন্ড তাজা কার্তুজ । গ্রেফতার করা হয় ওই দুই ব্যক্তিকে । ধৃতদের নাম মহম্মদ শরিফ (35) ও লুৎফর রহমান (68)। শরিফ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার কাশিবাড়ির বাসিন্দা । লুৎফরের বাড়ি মালদা জেলার রতুয়া থানার রুহিমারি এলাকায় ।
ধৃতদের রতুয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃতরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথা থেকে পেয়েছিল ? উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথায় পাচার করা হত ? এই কারবারের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে, তা জানতে ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে অন্তত 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাতে পারে পুলিশ ।
আরও পড়ুন:বালিখাদানে অস্ত্র নিয়ে দাদাগিরির অভিযোগে ইন্দাসে ধৃত বিজেপির যুবনেতা
উল্লেখ্য, গত নির্বাচনগুলিতে ভোটের আগে মালদা জেলায় বিহার থেকে অস্ত্র মজুত করার বেশ কিছু প্রমাণ হাতে এসেছে জেলা পুলিশের । আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও যে অস্ত্র মজুত করার কাজ শুরু হয়েছে, এই ঘটনা থেকে তা অনুমান করছেন জেলা পুলিশের একাংশ । জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব আগেই ইটিভি ভারতকে জানিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে বেআইনি অস্ত্র মজুত ও কারবার রুখতে বেশ কয়েকটি এলাকাকে চিহ্নিত করা হয়েছে । মানিকচক, রতুয়া, হরিশ্চন্দ্রপুর ও কালিয়াচকে বিশেষভাবে নজরদারি চালাচ্ছে পুলিশ ।