পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HS Examinees Agitation: পরীক্ষায় নকল করতে দেওয়া হয়নি কেন ? রাস্তায় টুকলি ছড়িয়ে প্রতিবাদ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের - demand of cheating at exam in Malda

নকল করতে দেননি পরীক্ষকরা ৷ প্রতিবাদে মালদায় রাস্তায় টুকলি ছড়িয়ে পথ অবরোধ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের (Higher Secondary Examinees Agitation) ৷

Protest on demand of cheating in Malda
টুকলি ছড়িয়ে বিক্ষোভ পরীক্ষার্থীদের

By

Published : Mar 18, 2023, 9:50 PM IST

রাস্তায় টুকলি ছড়িয়ে প্রতিবাদ পরীক্ষার্থীদের

মালদা, 18 মার্চ: এমনটাও হয় ! কিছুতেই নকল করতে দিচ্ছেন না পরীক্ষকরা ৷ এমনকী পরীক্ষার হলে ঘাড় ঘুরোতেও দিচ্ছেন না ৷ পরীক্ষকদের এই আচরণ মানতে নারাজ ৷ তাই পরীক্ষা শেষ হতেই রাস্তায় টুকলি ছড়িয়ে পথ অবরোধে নেমে পড়ল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ৷ শুনতে অবাক লাগলেও শনিবার এমনই ঘটনা ঘটেছে রতুয়ায় ৷ এমন ঘটনায় রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে আরও একবার প্রশ্ন উঠেছে ৷

ঘটনাটি ঘটেছে রতুয়া হাই মাদ্রাসায় ৷ শনিবার ছিল উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ৷ ওই মাদ্রাসায় সিট পড়েছে ভাদো বিএসবি হাইস্কুল এবং ভালুকা রাইমোহন মোহিনীমোহন বিদ্যাপীঠের পরীক্ষার্থীদের ৷ পরীক্ষা শেষ হতেই ভাদো বিএসবি হাইস্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রের সামনে রতুয়া-ভালুকা রাজ্য সড়ক অবরোধ শুরু করে ৷ গোটা রাস্তায় ছিটিয়ে দেয় টুকলি ৷ কেন পরীক্ষকরা কঠিন গার্ড দেবেন, কেন তাদের নকল করতে দেওয়া হবে না, সেসব প্রশ্ন তুলে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রতুয়া থানার পুলিশ ৷ পরীক্ষার্থীদের বুঝিয়ে নিরস্ত করেন পুলিশকর্মীরা ৷ শেষ পর্যন্ত অবরোধ থেকে সরে আসে পড়ুয়ার দল ৷ তবে রেখে যায় রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে একরাশ প্রশ্ন ৷

পথ অবরোধ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের

নকল করতে দেওয়ার দাবিতে টুকলি ফেলে রাস্তা অবরোধ করলেও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে লজ্জা পরীক্ষার্থীদের ৷ অনেক চেষ্টার পর মহম্মদ মামুদ নামে এক পরীক্ষার্থী বলে, "রতুয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষ শুধু আমাদের স্কুলের পরীক্ষার্থীদের জন্যই কড়া গার্ডের ব্যবস্থা করেছে ৷ আমাদের একেকটি রুমে আটজন গার্ড দিচ্ছেন ৷ প্রথম দিন থেকেই প্রচণ্ড কড়া গার্ড দেওয়া হচ্ছে ৷ নকল করা ঘাড় ঘুরোনো দূরের কথা, বাথরুমেও যাওয়ারও সময় দেওয়া হচ্ছে না ৷ এত কড়া গার্ড থাকায় ঠিকমতো পরীক্ষা দেওয়া যাচ্ছে না ৷ তাই আজ আমরা পরীক্ষা শেষ হওয়ার পর রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছি ৷"

এ নিয়ে রতুয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষও সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হয়নি ৷ তবে জানা যাচ্ছে, পরীক্ষার্থীরা মাদ্রাসার ভিতরে কোনও ঝামেলা করেনি ৷ তাই রতুয়া থানায় কোনও অভিযোগও দায়ের হয়নি ৷

আরও পড়ুন:নকলে বাধা, স্কুলে ভাঙচুর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের; মার প্রধান শিক্ষককেও

ABOUT THE AUTHOR

...view details