মালদা, 18 মার্চ: এমনটাও হয় ! কিছুতেই নকল করতে দিচ্ছেন না পরীক্ষকরা ৷ এমনকী পরীক্ষার হলে ঘাড় ঘুরোতেও দিচ্ছেন না ৷ পরীক্ষকদের এই আচরণ মানতে নারাজ ৷ তাই পরীক্ষা শেষ হতেই রাস্তায় টুকলি ছড়িয়ে পথ অবরোধে নেমে পড়ল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ৷ শুনতে অবাক লাগলেও শনিবার এমনই ঘটনা ঘটেছে রতুয়ায় ৷ এমন ঘটনায় রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে আরও একবার প্রশ্ন উঠেছে ৷
ঘটনাটি ঘটেছে রতুয়া হাই মাদ্রাসায় ৷ শনিবার ছিল উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ৷ ওই মাদ্রাসায় সিট পড়েছে ভাদো বিএসবি হাইস্কুল এবং ভালুকা রাইমোহন মোহিনীমোহন বিদ্যাপীঠের পরীক্ষার্থীদের ৷ পরীক্ষা শেষ হতেই ভাদো বিএসবি হাইস্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রের সামনে রতুয়া-ভালুকা রাজ্য সড়ক অবরোধ শুরু করে ৷ গোটা রাস্তায় ছিটিয়ে দেয় টুকলি ৷ কেন পরীক্ষকরা কঠিন গার্ড দেবেন, কেন তাদের নকল করতে দেওয়া হবে না, সেসব প্রশ্ন তুলে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রতুয়া থানার পুলিশ ৷ পরীক্ষার্থীদের বুঝিয়ে নিরস্ত করেন পুলিশকর্মীরা ৷ শেষ পর্যন্ত অবরোধ থেকে সরে আসে পড়ুয়ার দল ৷ তবে রেখে যায় রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে একরাশ প্রশ্ন ৷