পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lakshmi Puja Market : লক্ষ্মী আরাধনায় পকেটে চাপ, বাজার করতে গিয়ে হাত পুড়ছে মালদাবাসীর - lakshmi puja

লক্ষ্মীপুজোয় বরাবরই আগুন থাকে বাজার ৷ ক্রেতা থেকে বিক্রেতা সকলেই তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন ৷ তবুও ধনদেবীকে সন্তুষ্ট করতে এতটুকুও কার্পণ্য করতে রাজি নন কেউই ৷ মালদা শহরের বাজার ঘুরে এমনটাই দেখল ইটিভি ভারত ৷

লক্ষ্মী পুজো
লক্ষ্মী পুজো

By

Published : Oct 20, 2021, 9:48 AM IST

Updated : Oct 20, 2021, 2:00 PM IST

মালদা, 20 অক্টোবর : অগ্নিমূল্য বাজার ৷ লক্ষ্মীপুজোয় বাজার করতে গিয়ে পকেট থেকে ব্যাপক হারে লক্ষ্মী খসছে, এমনটাই জানাচ্ছেন মালদা শহরের ক্রেতারা । মূল্যবৃদ্ধির কথা মেনে নিয়েছেন বিক্রেতারাও ।

নিম্নচাপের জেরে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি চিন্তায় ফেলেছিল বিক্রেতাদের । তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাজার জমে উঠতে শুরু করে । গত কয়েকদিনের তুলনায় আজকের বাজার বেশ চড়া । বাজারে ছোট ডাব বিকোচ্ছে 30 টাকায় । সাইজে একটু বড় হলেই পকেট থেকে খসছে 50 টাকার নোট । দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মীপুজোতেও একই দামে বিক্রি হচ্ছে পদ্মফুল । হাতের তালুর সাইজের প্রতিমার দাম 150 টাকা । তার চেয়ে একটু বড় হলেই 500 টাকার নোট গুণতে হচ্ছে শহরবাসীকে । তবে বাজারদর যাই হোক ধনদেবীকে তো সন্তুষ্ট করতেই হবে । তাই সাধ্যের বাইরে গিয়েও পুজোয় আয়োজনে খামতি রাখতে চাইছেন না ক্রেতারা ৷

সিঙাতলার বাসিন্দা গীতা দাস বলছেন, "আমি চিত্তরঞ্জন মার্কেটে লক্ষ্মীপুজোর বাজার করতে এসেছি । এমনিতেই দ্রব্যমূল্য বেড়েছে । তারপর যে কোনও পুজোতে তো সব জিনিসের দাম দ্বিগুণ হয়ে যায় । গাঁদা ফুলের দাম সেভাবে না বাড়লেও, পদ্মফুলের দাম ব্যাপক হারে বেড়েছে । তবে যত দামই হোক, লক্ষ্মীপুজোতে সবাই পয়সা খরচ করবে । কারণ লক্ষ্মীকে সন্তুষ্ট না করতে পারলে পরের বছর লক্ষ্মী আসবে কীভাবে ?"

আরও পড়ুন :Ena Saha : লক্ষ্মীদেবীর আরাধনায় এনা সাহা, ছায়াসঙ্গী বোন ডোনা

গিন্নির দেওয়া ফর্দ নিয়ে লক্ষ্মীপুজোর বাজার করছিলেন গৌতম ঘোষ । তাঁর বক্তব্য, "বাজার অগ্নিমূল্য । কিন্তু লক্ষ্মীপুজো বলে কথা, তাই চড়া দামেও বাধ্য হয়েই বাজার করতে হচ্ছে ।"

মালদায় লক্ষ্মীপুজোর বাজার ঘুরে দেখল ইটিভি ভারত

অগ্নিমূল্যের বাজারে ধনদেবীকে সন্তুষ্ট করতে বাজারে কাটছাঁট করেছেন অর্পিতা প্রামাণিক । তিনি বলেন, "জিনিসপত্রের দাম অনেকটাই বেড়েছে । কিন্তু কিছুই করার নেই । পুজোর বাজার তো করতেই হবে । তাই লক্ষ্মীপুজোয় লক্ষ্মী বাঁচাতে সব জিনিস অল্প অল্প করে নিচ্ছি ।"

বাজার অগ্নিমূল্যের বিষয়টি একবাক্যে মেনে নিয়েছেন ফল বিক্রেতা সুশান্ত প্রামাণিক । তাঁর কথায়, "আমাদের বেশি টাকা দিয়েই ফল কিনে আনতে হচ্ছে । পুজোর জন্য খানিকটা দাম বেড়েছে । পাশাপাশি মার্কেটে ফল স্টক করে দাম বাড়ানো হচ্ছে । এতে আমাদের কিছুই করার নেই । বেশি দামে আমাদের ফল কিনতে হচ্ছে তাই বাধ্য হয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে ।"

আরও পড়ুন :Malda Durga Idol Immersion : মহানন্দা দূষণ রুখতে নিরঞ্জন-পর্বে একগুচ্ছ পদক্ষেপ ইংরেজবাজার পৌরসভার

Last Updated : Oct 20, 2021, 2:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details