মালদা, 11 জুলাই: হোটেল, রিসর্টের সঙ্গে এখন পর্যটকদের কাছে দিন দিন হোম-স্টে আকর্ষণ বাড়ছে । এরাজ্যে পাহাড়, জঙ্গল কিংবা সমুদ্রের ধারে একাধিক হোম-স্টে রয়েছে (Government has Taken Initiative to Expand Tourism in Malda)। পর্যটন মরশুমে সেগুলিতে জায়গা পাওয়া দুষ্কর । এভাবেই ওই জায়গাগুলিতে একদিকে যেমন পর্যটনের উন্নতি হয়েছে, তেমনই মানুষের আর্থ সামাজিক ক্ষেত্রেও উন্নতি হয়েছে । মুখ্যমন্ত্রীর নির্দেশে পর্যটনের বিকাশে এবার মালদাতেও হোম স্টে নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রশাসন । তার জন্য অবশ্য কিছু গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে । যাঁদের হোম-স্টে প্রশাসনের সবুজ সংকেত পাবে, তাঁদের সরকারের তরফে অনুদানও দেওয়া হবে। প্রশাসনের তরফে কিছুদিন আগেই ইচ্ছুকদের কাছ থেকে আবেদন জমা নেওয়া হয়েছিল । তাতে বেশ সাড়া মিলেছে ।
জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান, পশ্চিমবঙ্গে পর্যটনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে । মালদাতেও গৌড়, আদিনা, জগজীবনপুরের মতো ইতিহাসপ্রসিদ্ধ স্থান রয়েছে । পর্যটকদের থাকার জন্য হোটেলের সঙ্গে হোম-স্টে কেও গুরুত্ব দেওয়া হচ্ছে । এর জন্য হোম-স্টে'র মালিকরা দেড় লাখ টাকা পর্যন্ত সরকারি অনুদান পেতে পারেন । এ নিয়ে প্রশাসনের তরফে আবেদন চাওয়া হয়েছিল । এ পর্যন্ত একশোর বেশি আবেদনপত্র জমা পড়েছে । সেসব খতিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে পর্যটন দফতরের কাছে পাঠাচ্ছি । দফতরের অনুমোদন পেলেই হোম-স্টে নির্মাণ করতে পারা যাবে । গোটা রাজ্যের হোম স্টে গুলিতে বুকিংয়ের জন্য একটি রাজ্যস্তরের পোর্টাল তৈরি করার পরিকল্পনা চলছে । পর্যটকরা সেখানে অল্প খরচে হোম-স্টে বুকিং করতে পারবেন ।