মালদা, 9 জুন : সরকারি প্রকল্পে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ছিলই ৷ এবার ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধেও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার ৷
অভিযোগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তুলসিহাটা ব্রাঞ্চের ম্যানেজার সঞ্জয়কুমার সিং ঋণ নিতে ইচ্ছুক গ্রাহকদের কাছ থেকে কাটমানি দাবি করেছেন ৷ গত তিন বছর ধরেই এমন কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি ৷ কাটমানি না দেওয়ায় অনেককে ঋণ দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ যাঁরা সেই শর্তে রাজি হয়েছেন, তাঁদের ঋণ দেওয়া হয়েছে ৷ অভিযোগ, ঋণ নিতে গেলে আগে সঞ্জয়বাবুকে ন্যূনতম 10 শতাংশ কমিশন দেওয়ার পাশাপাশি, তাঁর কাছ থেকে বিমাও করাতে হচ্ছে গ্রাহককে ৷ এনিয়ে বেশ কয়েকজন রুষ্ট হলেও, তাঁরা কোথায় অভিযোগ জানাবেন বুঝে উঠতে পারছিলেন না ৷ শেষ পর্যন্ত ক্ষুব্ধ গ্রাহকরা অনলাইনে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ৷
এমনই এক গ্রাহক অভিজিৎ গুপ্ত বলেন, “তিন বছর আগে 10 লাখ টাকা ঋণের জন্য আবেদন করি ৷ পূর্বতন ম্যানেজার সেই ঋণ অনুমোদনও করে দেন ৷ কিন্তু বর্তমান ম্যানেজার দায়িত্বে আসার পর অন্তত একশোবার ব্যাংকে গিয়েছি ৷ ঋণের টাকা পাইনি ৷ ম্যানেজার একেক সময় এক এক রকম কথা বলছেন ৷ এর মধ্যে অনেককে ঋণ দেওয়া হয়েছে ৷ কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না ৷ শেষে তিনি আমার কাছে এক লাখ টাকা কমিশন চান ৷ আমি তাঁকে সেই কমিশন দিতে রাজি হইনি ৷ পরে শুনলাম, শুধু আমি নই, তুলসিহাটা এলাকার আরও ছয় থেকে সাতজনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে ৷ ঋণ পেতে শেষ পর্যন্ত আমরা ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনলাইনে অভিযোগ দায়ের করেছি ৷ এখন ম্যানেজার নড়েচড়ে বসেছেন’’ ৷