পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে 10টি নতুন বিভাগ চালুর প্রস্তাব

বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য বলেন, "যে বিষয়গুলি আমরা এখানে চালু করার উদ্যোগ নিয়েছি, তাতে শুধু পড়ুয়াদেরই নয়, লাভবান হবেন গৌড়বঙ্গের বেকার যুবক যুবতিরাও ৷ কারণ, এই সমস্ত পেশাভিত্তিক বিষয়ের সঙ্গে তার অনুসারী শিল্পও গড়ে ওঠার সম্ভাবনা বেড়ে যায় ৷"

malda

By

Published : Nov 14, 2019, 7:37 PM IST

Updated : Nov 16, 2019, 11:43 AM IST

মালদা, 14 নভেম্বর : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে 10 টি নতুন বিভাগ ৷ পর্যটন ও সিরিকালচার নিয়েও পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন জানান , ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরে ৷

2008 সালের 10 মার্চ পথ চলা শুরু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৷ মালদা সহ দুই দিনাজপুর জেলার প্রচুর ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন ৷ বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 23টি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে ৷ এবার আরও 10টি বিভাগ চালু করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ MBA-র পাঠ্যক্রম চালু করার চেষ্টাও চলছে ৷

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে 10টি নতুন বিভাগ, জানালেন উপাচার্য

উপাচার্য বলেন, “১০টি বিষয় হল টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফরেন ট্রেড প্র্যাকটিস, ফ্লোরিকালচার, অ্যাগ্রো বিজ়নেস অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং অ্যান্ড বায়ো ফার্টিলাইজার অ্যান্ড বায়ো পেস্টিসাইডস, কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড সফট্‌ স্কিল ডেভেলপমেন্ট, ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট ও প্যারা মেডিক্যাল টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস, ফিসারিজ় অ্যান্ড অ্যাকোয়া কালচার, মালটি মিডিয়া অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট টেকনোলজি এবং অ্যানিমেশন সায়েন্স ৷ "

তিনি আরও বলেন , " যে বিষয়গুলি আমরা এখানে চালু করার উদ্যোগ নিয়েছি, তাতে শুধু পড়ুয়াদেরই নয়, লাভবান হবেন গৌড়বঙ্গের বেকার যুবক যুবতিরাও ৷ কারণ, এই সমস্ত পেশাভিত্তিক বিষয়ের সঙ্গে তার অনুসারী শিল্পও গড়ে ওঠার সম্ভাবনা বেড়ে যায় ৷ যেমন মালদায় আমের উৎপাদন বেশ ভালো ৷ আম নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ ইতিমধ্যে একটি থিসিস করছে ৷ আমাদের মনে হয়েছে, এই ধরনের পাঠক্রমের চাহিদা এই মুহূর্তে বেশ ভালো ৷ "

Last Updated : Nov 16, 2019, 11:43 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details